লিখেছেন : জি,এম-আদল মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।মুখে অনেকেই অসহায় মানুষের ক্ষুধা মেটানোর আশ্বাস দিতে পারে, খুব কম মানুষই সেটা তার কর্মে দেখাতে পারে।তবে পিরোজপুর শহরের "এক টাকার খাবার নামের" একটি সেচ্ছাসেবী সংগঠনের একদল তরুন সেটা করে দেখিয়েছে। মূল উদ্যোক্তা নাজমুল ইসলাম শুভ মাত্র এক টাকায় খাবার! পিরোজপুরের পথে পথে এই খাবার বিতরন করা হয় আশ্রয়হীন অসহায় শিশু থেকে শুরু করে যেকোন অসহায় মানুষের জন্য।এক টাকায় এক প্যাকেট খাবার পেয়ে এই অসহায় মানুষগুলো খুশিতে হয় আত্মহারা আর এই সংগঠনের তরুনরা পায় অভুক্তকে খাওয়ানোর আত্মতৃপ্তি। সবার জন্য সুষম খাদ্য নিশ্চিতকরনকে উদ্দেশ্য করে একদল তরুন স্বেচ্ছ্বাসেবীদের উদ্যোগে পিরোজপুরে গড়ে উঠেছে এই অসাধারণ সেচ্ছাসেবী সংগঠনটি।সংগঠনটির এমন উদ্যোগের কারনে পিরোজপুরের দরিদ্র শিশু ও বৃদ্ধরা সপ্তাহে একদিন একবেলা এক টাকায় পেট ভরে ভাল মানের খাবার খেতে পারছে। শায়েস্তা খাঁর আমলে ১ টাকায় আট মণ চাল মিলত। এক টাকা এখন নেহাত মূল্যহীন। সেই এক টাকার বিনিময়ে পিরোজপুরের সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাবার ...