Skip to main content

Posts

Showing posts with the label সামাজিক সংগঠন

পিরোজপুরের তারুণ্যের সংগঠন এক টাকার খাবার

লিখেছেন : জি,এম-আদল মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।মুখে অনেকেই অসহায় মানুষের ক্ষুধা মেটানোর আশ্বাস দিতে পারে, খুব কম মানুষই সেটা তার কর্মে  দেখাতে পারে।তবে পিরোজপুর শহরের "এক টাকার খাবার নামের" একটি সেচ্ছাসেবী সংগঠনের একদল তরুন সেটা করে দেখিয়েছে। মূল উদ্যোক্তা নাজমুল ইসলাম শুভ   মাত্র এক টাকায় খাবার! পিরোজপুরের  পথে পথে এই খাবার বিতরন করা হয় আশ্রয়হীন অসহায় শিশু থেকে শুরু করে যেকোন অসহায় মানুষের জন্য।এক টাকায় এক প্যাকেট খাবার পেয়ে এই অসহায় মানুষগুলো খুশিতে হয় আত্মহারা আর এই সংগঠনের তরুনরা পায় অভুক্তকে খাওয়ানোর আত্মতৃপ্তি। সবার জন্য  সুষম খাদ্য নিশ্চিতকরনকে উদ্দেশ্য করে একদল তরুন  স্বেচ্ছ্বাসেবীদের উদ্যোগে পিরোজপুরে গড়ে উঠেছে এই অসাধারণ সেচ্ছাসেবী সংগঠনটি।সংগঠনটির এমন উদ্যোগের কারনে পিরোজপুরের   দরিদ্র শিশু ও বৃদ্ধরা সপ্তাহে একদিন একবেলা এক টাকায় পেট ভরে ভাল মানের খাবার খেতে পারছে। শায়েস্তা খাঁর আমলে ১ টাকায় আট মণ চাল মিলত। এক টাকা এখন নেহাত মূল্যহীন। সেই এক টাকার বিনিময়ে পিরোজপুরের  সুবিধাবঞ্চিত মানুষের  জন্য খাবার ...

প্রাণফোঁটা পিরোজপুরের একটি স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন

প্রাণফোঁটায় রক্ত পাওয়া যায় না কিন্তু রক্তদাতা পাওয়া যায়। এটি BLOOD BANK নয় বরং BLOOD DONOR GROUP যার কাজ হাসপাতাল/ ক্লিনিকে অবস্থানরত মূমুর্ষূ রুগীদের নিরাপদ রক্তের প্রয়োজনে রোগী এবং রক্তদাতাদের পরিচয় করিয়ে দেওয়া। পিরোজপুর একটি উন্নয়নশীল জেলা। অতীতে জরুরী রক্তের প্রয়োজনে রুগীদের বিভিন্ন জেলা/বিভাগে যেত হত। মফস্বল থেকে শুধুমাত্র রক্তের প্রয়োজনে শহরে যাওয়া কতটা কষ্টের সেটা আমরা নিজেদের চোখে দেখেছি এবং উপলব্ধি করেছি। চিন্তা করেছি কিভাবে অসহায়-গরীব রুগীদের সেবা করা যায়। অবশেষে আমরা ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ১৪ তারিখ মাত্র ৫ জন স্বেচ্ছাসেবক/রক্তদাতা মিলে ( Moshiour Shant,Naim Mahmud, Abir KKhan চেনা অপরিচিত এবং ম. শহিদুল্লাহ) 'প্রাণের পাশে সবসময়' শ্লোগান নিয়ে 'প্রাণফোঁটা' নামে একটি স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি #৩টি_মূলনীতি_বা_3_NO #NO_MONEY #NO_FREEZING(long) #NO_PARCEL) এর ভিত্তিতে কাজ় করে যাচ্ছে। কোন একক ব্যক্তির নামে বা পরিচালনায় সংগঠন পরিচালিত হবে না বিধায় আমরা সংগঠনটির আলাদা একটি নাম এবং ...