ভান্ডারিয়া থানা বালিকা উচ্চ বিদ্যালয়টি ভান্ডারিয়ার দক্ষিণ শিয়ালকাঠি এলাকায় অবস্হিত ।বিদ্যালয়টি ১৯৬১ সালের ০১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তৎকালীন ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ মোঃ ওবায়দুল হক,রেভারেন্ড হাছেন আলী তালুকদার এবং জমিদাতা আফেল উদ্দিন তালুকদার। বিদ্যালয়টি থানা সংলগ্ন তাই এর নামকরন করা হয়েছে ভান্ডারিয়া থানা বালিকা উচ্চ বিদ্যালয়। প্রাকৃতিক সৌন্দর্য ও নৈতিক শিক্ষার দিক দিয়ে এই বিদ্যালয়টি অন্য বিদ্যালয়ের থেকে অনন্য।বর্তমানে বিদ্যালয়ের পাসের হার জে এস সি ৯৫%, এস এস সি ৮২.৪৫% । বিদ্যালয়ে শুধু দিবা সিফটে পাঠদান করা হয়। এ বিদ্যালয়ে তিনটি বিভাগ প্রচলিত আছে : বিজ্ঞান বিভাগ, বানিজ্য বিভাগ এবং মানবিক বিভাগ।বিদ্যালয়ের কোড( EIIN) ১০২৬১৪ এমপিও(MPO) নাম্বার ৫৪০২০৬১৩০২। লিখেছেন :সিরাজুম মুনিরা