বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী আল-গাযযালী ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসায় কয়েকটি পদে নিয়োগ দেয়া হবে। ( ই আই আই এ ১০২৬৪৪, এমপিও কোড:- ১০২৬৪৪২৪২০) পদের বিবরণ: এমপিওভুক্ত শূন্যপদে উপাধ্যক্ষ, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আদিব এবং সৃষ্ট ও শূন্যপদসমূহে গ্রন্থাগারিক, অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার ল্যাব অপারেটর ও আয়া নিয়োগ দেয়া হবে। প্রত্যেক পদে ১ জন করে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা উপাধ্যক্ষ পদের জন্য ১ হাজার টাকা এবং অন্যান্য পদের জন্য ৫০০ টাকার পোস্টাল অর্ডার /নগদ (অফেরতযোগ্য) বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করুন। যোগাযোগঃ- অধ্যক্ষ, আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসা, দারুলহুদা, ভাণ্ডারিয়া, পিরোজপুর। মোবাইলঃ- ০১৭২৮-৮৫৩১৯১ (অধ্যক্ষ ) সূত্রঃ- ২৩ ফেব্রুয়ারি, দৈনিক নয়াদিগন্ত