লিখেছেন : আশিক মাহমুদ রিয়াদ পিরোজপুর এসেছেন অথচ পুরাতন বাসস্ট্যান্ড আসেননি। এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন৷ পিরোজপুর আসতে হলে আপনাকে পুরতন বাস স্ট্যান্ড নামতেই হবে। নতুন বাস টার্মিনাল হওয়ার পূর্বে এটিই ছিলো পিরোজপুরের প্রধান বাস টার্মিনাল৷ অনেক বছর আগের কথা তখন বলেশ্বর ব্রীজ নির্মিত হয়নি। নদী পারাপারের জন্য ছিলো নৌকা৷ আর পিরোজপুরের প্রধান বাসস্ট্যান্ড ছিলো এটি।এখান থেকে সে সময়ে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় বাস ছেড়ে যেত। তাছাড়াও বরিশাল বিভাগে যাতায়াতের জন্য। বাসস্ট্যান্ড না থাকার কারনে বাসগুলো সব রাস্তায় লম্বা লাইন করে রাখা হতো৷ ইন্দুরকানী-ভান্ডারিয়া সড়ক ব্যবহার হতো। সময়ের বিবর্তনে পিরোজপুরের উন্নয়নের অগ্রযাত্রার অংশ হিসেবে ২০০৮ সালে পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড নির্মিত হওয়ার পরে এ বাসস্ট্যান্ড টি পুরাতন বাসস্ট্যান্ড নামে পরিচিতি লাভ করে। তবে নামের আগে পুরতন এসেছে বলে এটি একেবারেই পুরাতন হয়ে যায়নি।এখনো আছে ঠিক আগের মতোই। সকাল হলেই বাসের হর্ণ আর মানুষের কোলাহলে মুখরিত থাকে এ জায়গাটি। এখান থেকে প্রতিদিন পিরোজপুর জেলার ভান্ডারিয়া,ইন্দুরকানী,মঠবাড়ীয়া উপজেলায় বাস ছেড়ে যায় । এছাড়াও খুল...