Skip to main content

Posts

Showing posts with the label নাগরিক সংবাদ

পিরোজপুরে বিসিক এর উদ্যোগে শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ক্ষদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক পিরোজপুর এর আয়োজনে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা গত ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর  পিরোজপুর শহরের সরকারি মহিলা কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বিসিক পিরোজপুর  কার্যালয়ের উপব্যবস্থাপক জনাব মিলটন চন্দ্র বৈরাগির সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক জনাব আবু আলী মোঃসাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জনাব প্রফেসর সাইফুদ্দিন,অধ্যক্ষ  সরকারি মহিলা কলেজ,পিরোজপুর । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বশির আহম্মেদ।  বক্তাগন বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য  শিল্প উদ্যোক্তার প্রয়োজন রয়েছে। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে বিসিক প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান সরকার বিসিককে দ্রুত এগিয়ে নিতে পরিকল্পনা নিয়েছে। ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের সাফল্য অর্জন করতে হলে প্রশিক্ষণ গ্রহন জরুরী।  এ কারনেই এ কর্মশালা শুরু করা হয়েছে। পিরোজপুরকে একটি শিল্প উন্নত নগরী গড়ার লক্ষ্যে বিসিক পিরোজপুর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই প্...

নাজিরপুর ইসলামীয়া মহিলা মাদ্রাসার ভবন নির্মাণের স্হান পরিদর্শণ করলেন শ ম রেজাউল করিম

  ২০০১ সালে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার এক অসামান্য বিদ্যানুরাগী গৃহিণী মাহমুদা বেগমের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে যাত্রা শুরু  করে নাজিরপুর ইসলামীয়া মহিলা মাদ্রাসা৷ সময়ের পরিক্রমায় যুগোত্তীর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানটি অত্যন্ত নিভৃতে সুনামের সাথে দীর্ঘ বিশ বছর যাবৎ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে৷ বর্তমানে প্রতিষ্ঠানটির ছাত্রী সংখ্যা ৪২২ জন এবং শিক্ষক ও শিক্ষিকা রয়েছে সর্বমোট ১৫ জন৷ কালের আবহে ঝড়া পাতাদের দলে হারিয়ে যেতে বসেছিল এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি৷ ঠিক এমনি এক সন্ধিক্ষণে এসে প্রতিষ্ঠানটির দিকে সুনজর পড়ে দক্ষিন বাংলার দুঃখী অবহেলিত মানুষের কন্ঠস্বর,মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রিয়ভাজন, বাংলাদেশ আওয়ামিলীগের সদ্য সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম মহোদয়ের৷ তিনি অদ্য ১৪ আগষ্ট রোজ শুক্রবার মাদ্রাসা কমিটির সভাপতি রোকেয়া খাতুন, সেক্রেটারী নাইমা সুলতানা ও জেলা পরিষদ,পিরোজপুরের সম্মানিত সদস্য জনাব সুলতান মাহমুদ খান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ  মাদ্রাসার প্রস্তাবিত ভবন ন...

নাজিরপুরে খামারিদের দুই ব্যাচে চারদিন ব্যাপী হাঁস-মুরগী পালন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ স্হানীয় সরকার বিভাগের অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অধীনে দুই ব্যাচে ২৫ জন করে মোট ৫০ জন হাঁস ও মুরগীর খামারির প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্টিত হয়৷ ২৭ জুলাই রবিবার সকাল ১০ টায় নাজিরপুর উপজেলা কমপ্লেক্সের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উক্ত অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব অমূল্য রঞ্জন হালদার৷ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাফিজুর রহমান রঞ্জু ও শাহরিয়ার ফেরদৌস রুনা, প্রকল্প কর্মকর্তা সুশান্ত রঞ্জন বিশ্বাস এবং কৃষি কর্মকর্তা দিগবিজয় হাজরা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব সরকার৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা খামারিদের প্রশিক্ষণ নিয়ে ছোট ছোট এন্টারপ্রাইজ করে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা করতে আহ্বান জানান ৷ দুইদিন করে মোট চারদিনের এই প্রশিক্ষণে খামারিরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন, ভিডিও ক্লিপ, ফিল্ড ভিজিট ও নিজেরা নাটিকা প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানকে আনন্দঘন করে তোলেন৷ অনুষ্ঠানের শেষদিনে অর্থাৎ ৩০ জুলাই অপরাহ্নে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ওবায়দুর রহমা...

নাজিরপুরে লাইভস্টক প্রোভাইডারদের (এলএসপি) মাঝে বাই সাইকেল বিতরণ

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) এর আওতায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় লাইভস্টক প্রোভাইডারদের (এলএসপি) মাঝে বিতরন করা হলো পরিবেশ বান্ধব বাহন বাই সাইকেল৷ গতকাল ২৪ জুলাই ২০২০ রোজ শুক্রবার কৃষি দপ্তরের যন্ত্রপাতি বিতরণ , জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ ও প্রাণিসম্পদের এলএসপিদের সাইকেল বিতরণ অনুষ্ঠানস্হল উপজেলা পরিষদ চত্ত্বর,নাজিরপুর হয়ে ওঠে খামারি মিলনমেলা৷ এই মিলনমেলার মধ্যমনি ছিলেন পিরোজপুর—১ আসনের সম্মানিত সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়৷ এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, জেলা প্রশাসক,পিরোজপুর, প্রধান নির্বাহী,জেলা পরিষদ,পিরোজপুর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,পিরোজপুর, উপজেলা চেয়ারম্যান,নাজিরপুর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,নাজিরপুর ও উপজেলা নির্বাহী অফিসার,নাজিরপুরসহ আরো অনেকে৷ সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, এলএসপিদের নিয়োগের মাধ্যমে প্রাণিসম্পদের জনবল সংকট সাময়িক হলেও লাঘব হয়েছে৷তিনি এলএসপিদের মাঠ পর্যায়ে খামারির সুখে দুঃখে পাশে থাকা এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সেবার পরিধি আরো বাড়াতে এগিয়ে...

পিরোজপুরে একটি যুবক একটি উদ্যোগ কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত

"একটি যুবক একটি উদ্যোগ" চলমান করোনাকালীন ও করোনা পরবর্তী সময়ে আত্বকর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি করতে পিরোজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের একটি ভিন্ন উদ্যোগ। এ দারুণ উদ্যগটি নিয়েছেন পিরোজপুর সদর উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃআমিরুল ইসলাম। পিরোজপুর যে সকল শিক্ষিত তরুণরা ক্ষুদ্র খামারি হওয়ার মাধ্যমে আত্মকর্মসংস্থান করতে ইচ্ছুক তাদেরকে নিয়ে গত বৃহস্পতিবার একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণটি পিরোজপুর প্রাণিসম্পদ অফিসার ডাঃআমিরুল ইসলাম  এর নিজস্ব তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। পিরোজপুর সদর উপজেলার তরুণ প্রাণিসম্পদ সেক্টরের উদ্যোক্তাদের নিয়ে গবাদিপশু-পাখির বাচ্চা উৎপাদন ও পর্যাপ্ত দুধ, ডিম, মাংস উৎপাদনের জন্য খাদ্যের গুরুত্ব বিষয়ে প্রশিক্ষণ করানো হয়।উক্ত প্রশিক্ষণে পিরোজপুরের প্রায় ২৫ জন তরুণ প্রশিক্ষনার্থী অংশ নেয়।প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃআমিরুল ইসলাম জেলা ব্রান্ডিং ওয়েবসাইট amarpirojpur.com কে জানান তরুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি এখন থেকে প্রতিনিয়ত চলমান থাকবে।

অগ্নিসেনা মারুফ এর করোনা জয়ের গল্প : পিরোজপুর

মো: মারুফ হোসেন। পেশায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ারম্যান হিসেবে কর্মরত আছেন।কিছুদিন আগেও করোনায় আক্রান্ত ছিলেন মারুফ ।ইতিমধ্যে করোনা থেকে পুরোপুরি সুস্থ্য হয়ে উঠেছেন তিনও।সেই সুস্থ্য হয় ওঠার গল্প মারুফ নিজেই পিরোজপুর জেলা ব্রান্ডি ওয়েবসাইট amarpirojpur.com কে লিখে পাঠিয়েছে যাতে মানুষ করোনায় ভীত না হয়ে অনুপ্রেরণা পায়।করোনা আক্রান্ত হলেই মানুষ যে মারা যাবে এমন ভাবনা টা ঠিক নয়,সঠিক মত পরিচর্যায় থাকলে করোনা থেকে সুস্থ্য হয়ে ওঠা সম্ভব। মারুফ তার নিজস্ব অভিজ্ঞতা জানাতে গিয়ে amarpirojpur.com কে লেখেন- "প্রথমে আমার জ্বর আসে ২৮-০৬-২০২০ তাং এ। এর পড়ে আমি ছুটিতে বাড়ি চলে আসি। প্রাথমিক ভাবে ডাক্তার দেখাই এবং ডাক্তারের পরামর্শে ৩০-০৬-২০২০ তাং করোনা টেষ্ট দেই, হঠাৎ ০৫/০৭/২০২০ তাং  রাত ১১ টায় মোবাইলে একটা কল আসে,  যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ফোনের  ওপাশ থেকে বলছে  আপনার কোভিড-১৯ পজিটিভ, তখন নিজেকে খুব একটা অসহায় মনে হচ্ছিলো। এর পরে ০৬/ ০৭/২০ তাং থেকে আইসোলেশনে থাকা শুরু করি,   পুরো পরিবার থেকে আলাদা হয়ে গেলাম এবং এই একাকিত্বের যুদ্ধটা নিজেকে খুব...

জায়েদ খানের সংগঠন "সাপোর্টের" উদ্যোগে প্রতিবন্ধী কুদ্দুস সাবলম্বী

কিছুদিন আগে  চিত্রনায়ক জায়েদ খানের  সংগঠন “সাপোর্ট” এর কাছে পিরোজপুরের শারীরিক প্রতিবন্ধী মোঃ কুদ্দুস সাবলম্বী হওয়ার ইচ্ছা পোষন করে। কুদ্দুস  “সাপোর্ট” কে জানান,তাকে যদি পিরোজপুর বাজারের মধ্যে একটা কাঁচা মালের জন্য দোকান বানিয়ে সেখানে কাঁচা-মাল কিনে দেওয়া হয়,তাহলে সে ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারবে। তারই ধারাবাহিকতায় পিরোজপুরে “সাপোর্টে”এর সৌজন্যে শারিরীক প্রতিবন্ধী কুদ্দুসকে দোকান তৈরী করে দিয়েছে,মালামাল কিনে দেওয়া হয়েছে।আগামীকাল সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে  সাপোর্ট এর কমিটির নেতৃবৃনদ দোকানটি উদ্বোধন করবেন।

ভান্ডারিয়ায় খামারীদের মাঝে হেলথ কার্ড সহ নানা উপকরণ বিতরন

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় “আধুনিক প্রযূক্তিতে গরু হৃষ্টপুষ্টকরন” প্রকল্পের আওতায় পূর্বে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন খামারীর মধ্যে  ভিটামিন প্রিমিক্স, কৃমিনাশক, ম্যানুয়াল, হেলথ কার্ড বিতরন করা হয়। এসময় উপস্হিত ছিলেন  ভান্ডারিয়ার ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার সহ আরো অনেকে।

নেছারাবাদে ইউনিয়ন ভলান্টিয়ার ভ‍্যাক্সিনেটরদের মাঝে উপকরন বিতরন

পিপিআর রোগ নির্মুল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রন প্রকল্পের  আওতায় ইউনিয়ন ভলান্টিয়ার ভ‍্যাক্সিনেটরদের মাঝে উপকরন বিতরন(রেজিষ্টার,পিপিআর লিফলেট,ফোল্ডার ও বিভিন্ন সচেতনেতামুলক লিপলেট) করা হয়। এছাড়া এলডিডিপি প্রকল্পভুক্ত লাইভষ্টক সার্ভিস প্রভাইডারদের আসন্ন কোরবানি উপলক্ষে সঠিকভাবে চামড়া ছাড়ানো,সংরক্ষন  ও বর্জ‍্য ব‍্যবস্থাপনা বিষয়ে করনীয় নিয়ে নির্দেশনা প্রদান ও জেলা প্রাণিসম্পদ দপ্তর,পিরোজপুর এর পক্ষে লিফলেট বিতরন করা হয়।

একটি যুবক একটি উদ্যোগ কর্মসূচির কর্মপরিকল্পনা নিয়ে মিটিং

চলমান করোনাকালীন ও করোনা পরবর্তী সময়ে আত্বকর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি করতে উপজেলা প্রাণিসম্পদ অফিস, পিরোজপুর সদর, পিরোজপুরের উদ্যোগে "একটি যুবক একটি উদ্যোগ" কর্মসূচির আওতায় আগ্রহী ব্যক্তিদের নিয়ে উদ্যোক্তা প্রশিক্ষণের আয়োজন করবে। উদ্যোক্তা প্রশিক্ষণের কর্মপরিকল্পনা নিয়ে পিরোজপুর প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনা হয়। উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃআমিরুল ইসলাম ,এছাড়া উপস্থিত ছিলেন  লাইভস্টক এক্সটেনশন অফিসার, উপসহকারী প্রাণিসম্পদ অফিসার ও লাইভস্টক সার্ভিস প্রোভাইডারগণ।

মঠবাড়িয়া প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে অনলাইন গবাদি পশুর হাট গ্রপের যাত্রা শুরু

মঠবাড়িয়াবাসি করোনা পরিস্তিতে কোরবানীর পশু বাসায় বসে যেন কেনা কাটা করতে পারে সেই দিক বিবেচনা করে মঠবাড়িয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র দাস একটি দারুণ উদ্যোগ হাতে নিয়েছেন। তিনি ইতিমধ্যে "অনলাইন গবাদি-পশুর হাট,মঠবাড়িয়া,পিরোজপুর"  নামক ফেসবুক ভিত্তিক একটি  গ্রুপ চালু করেছেন। এই গ্রুপে সমস্ত খামারী ভাই এবং ক্রেতাগণকে যুক্ত হওয়ার জন্য বার্তা দিয়েছেন।সকল স্থানীয় খামারিরা এখানে  বিক্রয় যোগ্য গবাদি প্রাণীর বর্ননা সহ পোস্ট দিতে পারবেন। এবং ক্রেতাগণ সরাসরি খামারির সাথে যোগাযোগ করতে পারবেন। আশা করা যায় এই উদ্যোগের ফলে মঠবাড়িয়ার মানুষ ঝামেলা মুক্ত ভাবে কোরবানীর পশু সহজে ক্রয় করতে পারবে এবং   মানুষ হাটে না গিয়ে করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পাবে।

পিরোজপুরের নাজিরপুরে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ফেসবুক ভিত্তিক অনলাইন পশুর হাঁট চালু

   অনলাইন পশুর হাঁট বিষয়টি বেশ কয়েক বছর ধরেই ক্রেতাদের কাছে জনপ্রিয়তার শীর্ষে৷শহর কিংবা গ্রামে দেশের সেরা সেরা পশু বিশেষ করে গরু,ছাগল,উট,দুম্বাসহ বিভিন্ন প্রকারের কোরবানির পশু ক্রয় বিক্রয়ের মাধ্যম হয়ে উঠছে ফেসবুক৷ করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রাখতে পিরোজপুরের নাজিরপুরে তৈরী হয়েছে ফেসবুক ভিত্তিক অনলাইন পশুর হাঁট৷ ফেসবুক ব্যবহার করে করোনাকালীন খামারীদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন পিরোজপুর—১ আসনের সাংসদ,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব শ ম রেজাউল করিমের নিজ জন্মস্হান নাজিরপুরের ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব সরকার৷ জানতে চাইলে তিনি জেলা তথ্য ভিত্তিক ওয়েবসাইট আমার পিরোজপুর.কম কে  বলেন, প্রতিবারের ন্যায় এবারও নাজিরপুরসহ সারাদেশে কোরবানিযোগ্য পশু সংখ্যার দিক দিয়ে উদ্বৃত্ত্ব রয়েছে৷ তাছাড়া করোনার কারনে পাশ্ববর্তী উপজেলাসমূহে এবার গরু ছাগলসহ অন্যান্য পশুপাখি রপ্তানির সম্ভাবনা অনেকটা ক্ষীন মনে হচ্ছে৷এমতাবস্হায় খামারীদের সামান্য সাহায্য করার জন্য তিনি এই মার্কেটপ্লেস খোলেন৷নাজিরপুরে এবার পবিত্র ঈদুল আযহায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হিসাব অন...

ভান্ডারিয়ায় এনএটিপি-২ প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ খামারিদের মাঝে প্রদর্শণীর উপকরণ বিতরণ

সরকারের উন্নয়ন প্রকল্প ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম(এনএটিপি-২) এর অর্থায়নে ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার এর তত্ত্বাবধানে  ২৪ জুন ২০২০ খ্রিঃ ১৪ জন সুবিধাভোগী প্রাণিসম্পদ খামারির মাঝে গো-খাদ্য,পোল্ট্রি খাদ্য, ডিবি ভিটামিন, রাবার ম্যাট, ছাগলের ঘর,মুরগীর ঘর, বালতি, বেলচা, জীবানু নাশক, স্প্রেয়ার, প্রদর্শণী সাইনবোর্ড ও প্রত্যেককে পাঁচশত টাকা ব্রিফিং ভাতা ও পথ ভাড়া বাবদ প্রদান করা হয়৷ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডাঃ তরুন কুমার সিকদার, সহকারী পরিচালক(প্রাণি উৎপাদন),বরিশাল মহোদয়৷ আরো উপস্হিত ছিলেন প্রকল্পটির প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ ফাতিমা বেগম৷ জানতে চাইলে ডাঃ তরুন কুমার সিকদার, সহকারী পরিচালক(প্রাণি উৎপাদন),বরিশাল বলেন "প্রাণিসম্পদ অধিদপ্তরের এনএটিপি-২ প্রকল্পটি উদ্যমী সুবিধাভোগীদের এসব উপকরণ প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট খামারিদের একটি উন্নত ব্যবস্হাপনার ভেতর আনতে চায় এবং এটি অত্যন্ত জরুরী৷খামারিরা যদি একবার অভ্যাস গড়ে তুলতে পারে তবে, তাদের উৎপাদন বাড়বে এবং তারা লাভবান হবেন৷"

ভান্ডারিয়ায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের এলএসপিদের মাঝে পরিবেশবান্ধব বাহন সাইকেল বিতরণ

 বাংলাদেশকে দুগ্ধশিল্পে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের 'প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের' মাঠকর্মীদের খামারী জরীপ ও সংশ্লিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহের জন্য প্রকল্প থেকে পাঁচজন এলএসপির(প্রাণিসম্পদ সেবা সরবরাহকারী) মাঝে  ২১ জুন তারিখে পাঁচটি পরিবেশবান্ধব যানবাহন সাইকেল বিতরণ করা হয়৷ এসময় উপস্হিত ছিলেন ভান্ডারিয়ার ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার, প্রকল্পটির প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শোভন হালদারসহ প্রকল্প ও উপজেলা অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ৷ ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার বলেন করোনার এই জরুরী অবস্হায় স্ব স্ব ইউনিয়নে এলএসপিদের এই পরিবেশবান্ধব বাহনটি অনেক কাজে আসবে৷ নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করার জন্য তিনি কর্মীদের পরামর্শ প্রদান করেন৷

নাজিরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে দেশী মুরগীর টিকাদান কর্মসূচী চালু

বাজারে দেশী মুরগীর চাহিদা ব্যাপক৷ ভোজন রসিক বাঙালির অন্যতম পছন্দ এই দেশী মুরগী যারা পালন করেন সময়মতো টিকা না দেয়া ও কৃমির ঔষধ না খাওয়ানোর কারণে মুরগীগুলো বেশিরভাগ মারা যায় বা বেঁচে থাকলেও কাঙ্খিত উৎপাদন হয়না৷  সচেতন খামারিদের জন্যই বর্তমানে দেশী মুরগীর জাতটি সগৌরবে টিকে আছে৷ দেশীয় এই ঐতিহ্য টিকিয়ে রাখতে আরো বেশি বেশি দেশী মুরগী পালন আবশ্যক৷ দেশী মুরগী পালনের রয়েছে ব্যাপক সুবিধা। দেশী মুরগী সহজে রোগাক্রান্ত হয় না,ফ্রি রেঞ্জ অর্থাৎ ছেড়ে পালন করা যায়,জায়গা কম লাগে,বাজার মূল্য অন্য জাতের মুরগীর তুলনায় প্রায় দ্বিগুন থেকে তিনগুন,খেতে সুস্বাদু,রোগীর পথ্য হিসেবে কাজ করে,কমার্শিয়াল লেয়ারের তুলনায় ডিমের দাম প্রায় দেড়গুন বেশি,মাতৃত্ব বেশি থাকায় সহজে এদের বাচ্চা শিকারী প্রাণি দ্বারা আক্রান্ত হয় না,যে কোনো পরিবেশে মানানসই এবং দেশী মুরগী দিয়ে হাঁস সহ অন্যান্য প্রজাতির ডিম ফুঁটানো যায়। এছাড়াও অসংখ্য সুবিধা রয়েছে৷ বেকারত্ব হ্রাস করতে গড়ে তুলতে পারেন দেশী মুরগীর খামার৷ সারাদেশে অর্গানিক দেশী মুরগীর চাষ সম্প্রসারণে ইতিমধ্যে শেরপুর বগুড়ার ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ রায়হান,পিএএ অন্যতম নজির স্...

মঠবাড়িয়া সাহিত্য পরিষদের ঈদ সংখ্যার জন্য লেখা আহবান

amarpirojpur.com ডেস্কঃ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হতে যাচ্ছে একটি বিশেষ সাহিত্য সংকলন। সাহিত্য পরিষদের বিশেষ সংখ্যা হিসেবে অনলাইনে পিডিএফ আকারে এটি প্রকাশিত হবে। এতে সাহিত্যমান সমৃদ্ধ যেকোনো স্বরচিত লেখা পাঠাতে পারবেন। রমজানের ২০ তারিখের মধ্যে সাহিত্য পরিষদের প্রদত্ত ই-মেইলের মাধ্যমে লেখা গ্রহন করা হবে। ঈদ নিয়ে যেকোনো লেখা বিশেষ গুরুত্ব পাবে। জানা যায়, গত বছররের ৩১শে অক্টোবর মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি ও পাঠাগার আন্দোলনের কবি মেহেদী হাসানকে সমন্বয়ক করে উপস্থিত সকল সাহিত্যিককে এ পরিষদের সদস্য করা হয়। সে সময় সাহিত্য সংগঠনটি মঠবাড়িয়ার শিল্প সাহিত্যের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন। ঈদ সংখ্যায় লেখা পাঠাবার ঠিকানাঃ mpathagarsahityo@gmail.com সামাজিক মাধ্যমে যেকোনো তথ্য পেতে ও সাহিত্য পরিষদের সাথে যুক্ত হতেঃ https://m.facebook.com/MPathagarSahityo

করনা সময়কালে পিরোজপুর হাসপাতালের স্বাস্থ্যসেবা হটলাইন চালু

পিরোজপুর  সদর হাসপাতাল করনা সময়কালে আপনাদের স্বাস্থ্য সেবার জন্য  সার্বক্ষনিক একজন বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদের ফোন কল রিসিভ করবেন এবং মোবাইলে স্বাস্থ্য সেবা প্রদান করবেন।হট লাইন নাম্বারটি হলো 01730324764 তথ্য সূত্র :সিভিল সার্জন অফিস,পিরোজপুর

পিরোজপুর জেলার সাধারণ সর্দি কাঁশি ও জ্বরে আক্রান্তদের উদ্দেশ্যে জেলা প্রশাসনের ঘোষণা

   পিরোজপুর  জেলায় সাধারণ সর্দি কাঁশি ও জ্বরে (১-৭দিন যাবত)আক্রান্ত রোগীদের আতঙ্কিত না হয়ে প্রাথমিক চিকিৎসার জন্য নিন্মোক্ত নম্বরগুলিতে যোগাযোগ করার জন্য জেলা প্রশাসন,পিরোজপুর কর্তৃক অনুরোধ জানানো হলো; ডা. মোঃ নিজাম উদ্দিন,(মেডিকেল অফিসার) 01730-324765 ডা. মোঃ ইমতিয়াজ আহাম্মেদ,(মেডিকেল অফিসার) 01740552817 ডা. মোঃ আরিফ হাসান,(মেডিকেল অফিসার) 01731970588 ডা.মোঃ তারেক আজিজ উল্লাহ,(সহকারী সার্জন) 01740145966 ডা. তন্ময় মজুমদার,(সহকারী সার্জন) 01675545761 ডা.রানা সাহা,(সহকারী সার্জন) 01627962542 এছাড়াও বর্তমান পরিস্থিতিতে জেলা প্রশাসন তথা সরকার প্রদত্ত নির্দেশনাসমূহ সঠিকভাবে প্রতিপালনসহ জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানানো হলো।

গন্ধর্ব জানকী নাথ মাধ্যমিক বিদ্যালয় সততা স্টোর চালু

সততা মানব চরিত্রের একটি শ্রেষ্ঠ গুণ। মানবজীবনে এর প্রয়োজনীয়তা অপরিসীম। অতএব মানুষকে সদা সর্বদা কথা ও কাজে সততা ও স্বচ্ছতা রক্ষা করতে হবে।দোকান আছে, আছে নানা পণ্যও, কিন্তু কোনো বিক্রেতা নেই। তবে টাঙানো আছে মূল্যতালিকা। স্কুলের কচি-কাঁচা ছেলে-মেয়েরা পণ্য নিয়ে যাচ্ছে। নির্দিষ্ট বাক্সে রেখে যাচ্ছে দাম। দেশের অনেক স্কুলে চালু হয়েছে ‘সততা স্টোর’। ঠিক সেই পরিক্রমায় পিরোজপুরের কাউখালীর গন্ধর্ব জানকী নাথ মাধ্যমিক বিদ্যালয়ে চালু হল সততা স্টোর।

সোহরাওয়ার্দী কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ কতৃক  আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২০ আগামী ৫ মার্চ ২০২০ রোজ বৃহস্পতি বার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। সকলে আমন্ত্রিত!