Skip to main content

Posts

Showing posts with the label কাস্টমার রিভিউ

ভালবাসা মিশ্রিত পিরোজপুরের সুগন্ধি কালোজিরা চালের রিভিউ

  প্রিয় কাস্টমারগন আমাদের কাছ থেকে যখন "পিরোজপুরের সুগন্ধি কালোজিরা চাল" নিয়ে তা দিয়ে কোরবানির ঈদে বিরানি রান্না করে তার ভালবাসা মিশ্রিত ছবি তুলে পাঠায় এবং তার তৃপ্তি জানায়।এটাই Amar Pirojpur-আমার পিরোজপুর এর সার্থকতা।

পিরোজপুরকে ব্র্যান্ডিং করার অদম্য বাসনা amarpirojpur.com কে নিয়ে যাবে দূর দূরান্তে-Sudeb Sarkar

সুদেব সরকার: উপহার পেতে কার না ভাল লাগে!  ফেসবুক বন্ধুদের সাথে বাস্তবে দেখা হওয়াটাই একটা উপহার৷ অজানা অচেনা মানুষগুলো ফেসবুকে বন্ধু হয়৷সহস্রে এক দুজনের সাথে দেখা হয়ে যায়৷  #আদল গোলদার দম্পতি মুগ্ধতা ছড়িয়ে গেলেন৷ এলেন, কথা বললেন এবং জয় করলেন৷  চোখে  ইতিবাচক চাহনি, বুকে একরাশ স্বপ্ন নিজের জন্মস্হান পিরোজপুরকে ব্র্যান্ডিং করার অদম্য বাসনা পিরোজপুরকে নিয়ে যাবে দূর দূরান্তে৷ amarpirojpur.com #ভালবাসা অবিরাম