Skip to main content

Posts

Showing posts with the label অতিথি কর্নার

ভ্রমণে বিখ্যাত ব্যক্তিদের মজার ঘটনা।

লিখেছেন :মো:রাব্বানী অতিথি লেখক,নোয়াখালী। ভ্রমণের সাথে আমাদের সবারই কম বেশি মজার অভিজ্ঞতা থাকে। কখনো ভ্রমনকালে আবার কখনো ভ্রমনে অবস্থানরত জায়গায় ঘটে থাকে মজার কিছু ঘটনা। বিখ্যাত ব্যক্তিরাও এর ব্যাতিক্রম নয়। আজকের লেখা এমনই কিছু বিখ্যাত ব্যক্তিদের ভ্রমণের মজার কিছু ঘটনা নিয়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একবার চীন ভ্রমণকালে, চীনা কর্তৃপক্ষ কবিগুরুর পছন্দের কথা ভেবে বাংলাদেশ থেকে আম আনালেন। তখন এত ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল না আর খাবারে কোন রাসায়নিক দ্রব্য মেশানো হতো না। তাই আম যখন চীনে পৌছালো তখন আম শুকিয়ের চুপসে দেখতে অন্যরকম হয়ে গিয়েছিলো। এদিকে চীনের কর্তৃপক্ষ আম ওভাবে চিনতো না, তাই তারা ওই শুকিয়ে যাওয়া আম কবিগুরু কে খেতে দিতে পেরে খুব খুশি। রবীন্দ্রনাথ ঠাকুর আম মুখবুজে খেয়ে নিলেন। কিন্তু যখন তাঁর সফর সঙ্গি শাস্ত্রী মশাই জিজ্ঞাসা করলেন, “কেমন আম খেলেন গুরুদেব?” মৃদু হেসে কবি জবাব দিলেন, “আম খেতে খেতে মনে হচ্ছিলো এক রবীন্দ্রনাথ আরেক রবীন্দ্রনাথের দাঁড়িতে তেতুল-গুঁড় মেখে খাচ্ছে।” সমুদ্র ভ্রমণ নিয়েও রবীন্দ্রনাথ ঠাকুরের মজার অভিজ্ঞতা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম ...