বাংলাদেশ ক্ষদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক পিরোজপুর এর আয়োজনে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা গত ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পিরোজপুর শহরের সরকারি মহিলা কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
বিসিক পিরোজপুর কার্যালয়ের উপব্যবস্থাপক জনাব মিলটন চন্দ্র বৈরাগির সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক জনাব আবু আলী মোঃসাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জনাব প্রফেসর সাইফুদ্দিন,অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ,পিরোজপুর । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বশির আহম্মেদ। বক্তাগন বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য শিল্প উদ্যোক্তার প্রয়োজন রয়েছে। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে বিসিক প্রতিষ্ঠা করেছিলেন।
বর্তমান সরকার বিসিককে দ্রুত এগিয়ে নিতে পরিকল্পনা নিয়েছে। ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের সাফল্য অর্জন করতে হলে প্রশিক্ষণ গ্রহন জরুরী। এ কারনেই এ কর্মশালা শুরু করা হয়েছে। পিরোজপুরকে একটি শিল্প উন্নত নগরী গড়ার লক্ষ্যে বিসিক পিরোজপুর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই প্রচেষ্টারই অন্যতম উদ্যোগ শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ।
বিসিক পিরোজপুরের উপব্যবস্থাপক মিলটন বৈরাগীর সার্বিক তত্বাবধানে এই কর্মশালাটি সম্পন্ন হয়। কর্মশালায় ত্রিশ জনের অধিক ক্ষুদ্র শিল্পোউদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেন প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান করা হয়।
Comments
Post a Comment