কিছুদিন আগে চিত্রনায়ক জায়েদ খানের সংগঠন “সাপোর্ট” এর কাছে পিরোজপুরের শারীরিক প্রতিবন্ধী মোঃ কুদ্দুস সাবলম্বী হওয়ার ইচ্ছা পোষন করে।
কুদ্দুস “সাপোর্ট” কে জানান,তাকে যদি পিরোজপুর বাজারের মধ্যে একটা কাঁচা মালের জন্য দোকান বানিয়ে সেখানে কাঁচা-মাল কিনে দেওয়া হয়,তাহলে সে ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারবে। তারই ধারাবাহিকতায় পিরোজপুরে “সাপোর্টে”এর সৌজন্যে শারিরীক প্রতিবন্ধী কুদ্দুসকে দোকান তৈরী করে দিয়েছে,মালামাল কিনে দেওয়া হয়েছে।আগামীকাল সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে সাপোর্ট এর কমিটির নেতৃবৃনদ দোকানটি উদ্বোধন করবেন।
Comments
Post a Comment