চলমান করোনাকালীন ও করোনা পরবর্তী সময়ে আত্বকর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি করতে উপজেলা প্রাণিসম্পদ অফিস, পিরোজপুর সদর, পিরোজপুরের উদ্যোগে "একটি যুবক একটি উদ্যোগ" কর্মসূচির আওতায় আগ্রহী ব্যক্তিদের নিয়ে উদ্যোক্তা প্রশিক্ষণের আয়োজন করবে। উদ্যোক্তা প্রশিক্ষণের কর্মপরিকল্পনা নিয়ে পিরোজপুর প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনা হয়। উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃআমিরুল ইসলাম ,এছাড়া উপস্থিত ছিলেন লাইভস্টক এক্সটেনশন অফিসার, উপসহকারী প্রাণিসম্পদ অফিসার ও লাইভস্টক সার্ভিস প্রোভাইডারগণ।
১.আইচ পুরি ভান্ডার এর পুরি।দামুদার ব্রীজের ঠিক এক পাশেই ছোট্ট করে এই পুরির দোকান । অনেক জায়গায় পুরি খেলেও এটাকে আপনার বেস্ট বলতে হবে কারন ডাল পুরিতে অনেক ডাল এবং আলু পুরিতে অনেক আলু দেয়। সন্ধ্যার পর ভরপুর গরম গরম পুরি খাওয়ার লাইন লাগে এই দোকানে । প্রতিটা পুরি মাত্র ৫ টাকা। যে পরিমাণ আলু,ডাল ঠুসায় সেই তুলনায় দাম কমই বলা চলে।ট্রাই করতে পারেন কোন এক সন্ধ্যায় । ২.সিও অফিস, ডাচ বাংলা বুথের পাশের চায়ের দোকানের গরুর দুধের চা। ৩.জেলা পরিষদ সুপার মার্কেটে অবস্থিত ক্যাফে স্ট্রিট ফুড এর মালাই চা।পরিবেশন স্টাইল দারুন।দাম মাত্র ১৫ টাকা। ৪.দুলালের দধি ভান্ডারের রসগোল্লা, রসমালাই, দধি। ৫.ভাই ভাই মিস্টির দোকানের রসগোল্লা,দধি,রসমালাই। ৬.বেকুটিয়া ফেরিঘাটের রাস্তার পাশের ঝাল মুড়ি। ৭.পিরোজপুর পুরান বাসস্ট্যান্ডে খুলনা বাস কাউন্টারের পাশে দোকানের চিতই পিঠা।পিঠার সাথে মরিচ ভর্তা আর সরিষা ভর্তাটা জোশ লাগে। ৮.শেরে বাংলা মার্কেট এর বিপরীতে স্টার হোটেলে হট কফি। ৯.সিও অফিসের ওখানে ক্যাফে আল মদিনার চকলেট হট কফি,চকলেট কোল্ড কফি । দাম ৫০-৬০ টাকার মত লিখেছেন :জি,এম-আদল
Comments
Post a Comment