পিপিআর রোগ নির্মুল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রন প্রকল্পের আওতায় ইউনিয়ন ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের মাঝে উপকরন বিতরন(রেজিষ্টার,পিপিআর লিফলেট,ফোল্ডার ও বিভিন্ন সচেতনেতামুলক লিপলেট) করা হয়। এছাড়া এলডিডিপি প্রকল্পভুক্ত লাইভষ্টক সার্ভিস প্রভাইডারদের আসন্ন কোরবানি উপলক্ষে সঠিকভাবে চামড়া ছাড়ানো,সংরক্ষন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে করনীয় নিয়ে নির্দেশনা প্রদান ও জেলা প্রাণিসম্পদ দপ্তর,পিরোজপুর এর পক্ষে লিফলেট বিতরন করা হয়।
১.আইচ পুরি ভান্ডার এর পুরি।দামুদার ব্রীজের ঠিক এক পাশেই ছোট্ট করে এই পুরির দোকান । অনেক জায়গায় পুরি খেলেও এটাকে আপনার বেস্ট বলতে হবে কারন ডাল পুরিতে অনেক ডাল এবং আলু পুরিতে অনেক আলু দেয়। সন্ধ্যার পর ভরপুর গরম গরম পুরি খাওয়ার লাইন লাগে এই দোকানে । প্রতিটা পুরি মাত্র ৫ টাকা। যে পরিমাণ আলু,ডাল ঠুসায় সেই তুলনায় দাম কমই বলা চলে।ট্রাই করতে পারেন কোন এক সন্ধ্যায় । ২.সিও অফিস, ডাচ বাংলা বুথের পাশের চায়ের দোকানের গরুর দুধের চা। ৩.জেলা পরিষদ সুপার মার্কেটে অবস্থিত ক্যাফে স্ট্রিট ফুড এর মালাই চা।পরিবেশন স্টাইল দারুন।দাম মাত্র ১৫ টাকা। ৪.দুলালের দধি ভান্ডারের রসগোল্লা, রসমালাই, দধি। ৫.ভাই ভাই মিস্টির দোকানের রসগোল্লা,দধি,রসমালাই। ৬.বেকুটিয়া ফেরিঘাটের রাস্তার পাশের ঝাল মুড়ি। ৭.পিরোজপুর পুরান বাসস্ট্যান্ডে খুলনা বাস কাউন্টারের পাশে দোকানের চিতই পিঠা।পিঠার সাথে মরিচ ভর্তা আর সরিষা ভর্তাটা জোশ লাগে। ৮.শেরে বাংলা মার্কেট এর বিপরীতে স্টার হোটেলে হট কফি। ৯.সিও অফিসের ওখানে ক্যাফে আল মদিনার চকলেট হট কফি,চকলেট কোল্ড কফি । দাম ৫০-৬০ টাকার মত লিখেছেন :জি,এম-আদল
Comments
Post a Comment