অনলাইন পশুর হাঁট বিষয়টি বেশ কয়েক বছর ধরেই ক্রেতাদের কাছে জনপ্রিয়তার শীর্ষে৷শহর কিংবা গ্রামে দেশের সেরা সেরা পশু বিশেষ করে গরু,ছাগল,উট,দুম্বাসহ বিভিন্ন প্রকারের কোরবানির পশু ক্রয় বিক্রয়ের মাধ্যম হয়ে উঠছে ফেসবুক৷ করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রাখতে পিরোজপুরের নাজিরপুরে তৈরী হয়েছে ফেসবুক ভিত্তিক অনলাইন পশুর হাঁট৷ ফেসবুক ব্যবহার করে করোনাকালীন খামারীদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন পিরোজপুর—১ আসনের সাংসদ,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব শ ম রেজাউল করিমের নিজ জন্মস্হান নাজিরপুরের ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব সরকার৷ জানতে চাইলে তিনি জেলা তথ্য ভিত্তিক ওয়েবসাইট আমার পিরোজপুর.কম কে বলেন, প্রতিবারের ন্যায় এবারও নাজিরপুরসহ সারাদেশে কোরবানিযোগ্য পশু সংখ্যার দিক দিয়ে উদ্বৃত্ত্ব রয়েছে৷ তাছাড়া করোনার কারনে পাশ্ববর্তী উপজেলাসমূহে এবার গরু ছাগলসহ অন্যান্য পশুপাখি রপ্তানির সম্ভাবনা অনেকটা ক্ষীন মনে হচ্ছে৷এমতাবস্হায় খামারীদের সামান্য সাহায্য করার জন্য তিনি এই মার্কেটপ্লেস খোলেন৷নাজিরপুরে এবার পবিত্র ঈদুল আযহায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হিসাব অনুযায়ী বানিজ্যিক ও পারিবারিক মিলিয়ে প্রায় দেড় হাজারের কিছু বেশী হৃষ্টপুষ্ট গরু, সাড়ে তিন হাজার ছাগল, শত খানেক মহিষসহ উল্লেখযোগ্য পরিমান কোরবানির পশু রয়েছে৷ এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোরবানির হাঁট বসানোর ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা পাওয়া যায়নি৷ তিনি অনলাইন পশুর হাঁট খোলার ব্যাপারটিকে স্বাগত জানান৷ইতিপূর্বে এই দক্ষ প্রশাসক করোনাকালীন জনবান্ধব বিভিন্ন পদক্ষেপ নিয়ে সারাদেশে ব্যাপকভাবে আলোচনায় আসেন এবং নাজিরপুরবাসী মানববন্ধন করে তাঁর অন্যত্র বদলী রুখে দেন৷
১.আইচ পুরি ভান্ডার এর পুরি।দামুদার ব্রীজের ঠিক এক পাশেই ছোট্ট করে এই পুরির দোকান । অনেক জায়গায় পুরি খেলেও এটাকে আপনার বেস্ট বলতে হবে কারন ডাল পুরিতে অনেক ডাল এবং আলু পুরিতে অনেক আলু দেয়। সন্ধ্যার পর ভরপুর গরম গরম পুরি খাওয়ার লাইন লাগে এই দোকানে । প্রতিটা পুরি মাত্র ৫ টাকা। যে পরিমাণ আলু,ডাল ঠুসায় সেই তুলনায় দাম কমই বলা চলে।ট্রাই করতে পারেন কোন এক সন্ধ্যায় । ২.সিও অফিস, ডাচ বাংলা বুথের পাশের চায়ের দোকানের গরুর দুধের চা। ৩.জেলা পরিষদ সুপার মার্কেটে অবস্থিত ক্যাফে স্ট্রিট ফুড এর মালাই চা।পরিবেশন স্টাইল দারুন।দাম মাত্র ১৫ টাকা। ৪.দুলালের দধি ভান্ডারের রসগোল্লা, রসমালাই, দধি। ৫.ভাই ভাই মিস্টির দোকানের রসগোল্লা,দধি,রসমালাই। ৬.বেকুটিয়া ফেরিঘাটের রাস্তার পাশের ঝাল মুড়ি। ৭.পিরোজপুর পুরান বাসস্ট্যান্ডে খুলনা বাস কাউন্টারের পাশে দোকানের চিতই পিঠা।পিঠার সাথে মরিচ ভর্তা আর সরিষা ভর্তাটা জোশ লাগে। ৮.শেরে বাংলা মার্কেট এর বিপরীতে স্টার হোটেলে হট কফি। ৯.সিও অফিসের ওখানে ক্যাফে আল মদিনার চকলেট হট কফি,চকলেট কোল্ড কফি । দাম ৫০-৬০ টাকার মত লিখেছেন :জি,এম-আদল
Comments
Post a Comment