নিজস্ব প্রতিনিধিঃ স্হানীয় সরকার বিভাগের অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অধীনে দুই ব্যাচে ২৫ জন করে মোট ৫০ জন হাঁস ও মুরগীর খামারির প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্টিত হয়৷ ২৭ জুলাই রবিবার সকাল ১০ টায় নাজিরপুর উপজেলা কমপ্লেক্সের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উক্ত অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব অমূল্য রঞ্জন হালদার৷ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাফিজুর রহমান রঞ্জু ও শাহরিয়ার ফেরদৌস রুনা, প্রকল্প কর্মকর্তা সুশান্ত রঞ্জন বিশ্বাস এবং কৃষি কর্মকর্তা দিগবিজয় হাজরা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব সরকার৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা খামারিদের প্রশিক্ষণ নিয়ে ছোট ছোট এন্টারপ্রাইজ করে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা করতে আহ্বান জানান ৷ দুইদিন করে মোট চারদিনের এই প্রশিক্ষণে খামারিরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন, ভিডিও ক্লিপ, ফিল্ড ভিজিট ও নিজেরা নাটিকা প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানকে আনন্দঘন করে তোলেন৷ অনুষ্ঠানের শেষদিনে অর্থাৎ ৩০ জুলাই অপরাহ্নে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান৷ তিনি খামারিদের বেশি বেশি খামার গড়ে তোলার মাধ্যমে দেশীয় অর্থনীতিতে অবদান রাখার উদাত্ত আহ্বান জানান৷
১.আইচ পুরি ভান্ডার এর পুরি।দামুদার ব্রীজের ঠিক এক পাশেই ছোট্ট করে এই পুরির দোকান । অনেক জায়গায় পুরি খেলেও এটাকে আপনার বেস্ট বলতে হবে কারন ডাল পুরিতে অনেক ডাল এবং আলু পুরিতে অনেক আলু দেয়। সন্ধ্যার পর ভরপুর গরম গরম পুরি খাওয়ার লাইন লাগে এই দোকানে । প্রতিটা পুরি মাত্র ৫ টাকা। যে পরিমাণ আলু,ডাল ঠুসায় সেই তুলনায় দাম কমই বলা চলে।ট্রাই করতে পারেন কোন এক সন্ধ্যায় । ২.সিও অফিস, ডাচ বাংলা বুথের পাশের চায়ের দোকানের গরুর দুধের চা। ৩.জেলা পরিষদ সুপার মার্কেটে অবস্থিত ক্যাফে স্ট্রিট ফুড এর মালাই চা।পরিবেশন স্টাইল দারুন।দাম মাত্র ১৫ টাকা। ৪.দুলালের দধি ভান্ডারের রসগোল্লা, রসমালাই, দধি। ৫.ভাই ভাই মিস্টির দোকানের রসগোল্লা,দধি,রসমালাই। ৬.বেকুটিয়া ফেরিঘাটের রাস্তার পাশের ঝাল মুড়ি। ৭.পিরোজপুর পুরান বাসস্ট্যান্ডে খুলনা বাস কাউন্টারের পাশে দোকানের চিতই পিঠা।পিঠার সাথে মরিচ ভর্তা আর সরিষা ভর্তাটা জোশ লাগে। ৮.শেরে বাংলা মার্কেট এর বিপরীতে স্টার হোটেলে হট কফি। ৯.সিও অফিসের ওখানে ক্যাফে আল মদিনার চকলেট হট কফি,চকলেট কোল্ড কফি । দাম ৫০-৬০ টাকার মত লিখেছেন :জি,এম-আদল
Comments
Post a Comment