মঠবাড়িয়াবাসি করোনা পরিস্তিতে কোরবানীর পশু বাসায় বসে যেন কেনা কাটা করতে পারে সেই দিক বিবেচনা করে মঠবাড়িয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র দাস একটি দারুণ উদ্যোগ হাতে নিয়েছেন। তিনি ইতিমধ্যে "অনলাইন গবাদি-পশুর হাট,মঠবাড়িয়া,পিরোজপুর" নামক ফেসবুক ভিত্তিক একটি গ্রুপ চালু করেছেন।
এই গ্রুপে সমস্ত খামারী ভাই এবং ক্রেতাগণকে যুক্ত হওয়ার জন্য বার্তা দিয়েছেন।সকল স্থানীয় খামারিরা এখানে বিক্রয় যোগ্য গবাদি প্রাণীর বর্ননা সহ পোস্ট দিতে পারবেন। এবং ক্রেতাগণ সরাসরি খামারির সাথে যোগাযোগ করতে পারবেন। আশা করা যায় এই উদ্যোগের ফলে মঠবাড়িয়ার মানুষ ঝামেলা মুক্ত ভাবে কোরবানীর পশু সহজে ক্রয় করতে পারবে এবং মানুষ হাটে না গিয়ে করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পাবে।
Comments
Post a Comment