লিখেছেন: শেখ সায়মন পারভেজ হিমেল
আমি একা বুড়ো আছি পড়ে এক কোণে
সম্বল আমার এই ছোট্টু কুঠি বৃদ্ধাশ্রমে।
কতশত ব্যস্ত জীবন ছিল আমার জীবনে
নিঃস্ব আমি একা আজি আছি বৃদ্ধ ভুবনে ।
অন্ধের চেয়ে করিয়াছি স্নেহ তারে
পিতামাতার ছিন্ন করে আজি তাহা দূরদেশে।
কত ব্যস্তজন ছিলাম আমি জীবনের তরে
আজি একা শুয়ে আছি বৃদ্ধাশ্রমের ঘরে।
পাইনাকো স্থান ঐ ছেলের কুঠিরে
জীবন একা পার করিব এই বৃদ্ধাশ্রমে।
হাসি অশ্রুময় জীবন আমার
চাইনা আর কভু একা বাঁচিবার ।
এক কাপড়ে এক চাদরে
কত কষ্টে আছি এই বৃদ্ধভুবনে ।
খাটিলাম মিছা তবে সংসারের তরে
দুঃখ পাই ফলে আজি এই মনে ।
একা কোনে বসে ডাকি প্রভু তোমারে
আশিটা বছর কেটে গেল জীবন ভুবনে
বাঁচিবার চাইনা আর আশি'র পরে।
আর কি দেখিবো কখনো খুকুর মুখখানি
যা আমার কাছে জীবনের চেয়ে দামি
সুখে থেকো, ভালো থেকো খুকু তুমি
দেখে যেও মরন পরে আমার কবর ভূমি ।
Comments
Post a Comment