লিখেছেন: আজিজুল হাকিম আরজু
পৃথিবী আবার শান্ত হবে
খোদার ইশারায়,
তার জন্যে হয়ে হন্যে
প্রশাসন পাহারায়।
মহান দায়িত্ব পালন শেষে
মনে আসবে সুখ,
আশায় আছি, বিধাতা মোদের-
করবেন না বিমুখ।
মানুষের মুখে হাসি ফুটবে
শেখার পরে নীতি,
মানুষের অত্যাচারে অতিষ্ঠ ছিল
এই ধরার প্রকৃতি।
বাতাস আবার হালকা হবে
পানিতে কমবে দূষণ,
বিশুদ্ধ বায়ুতে নিঃশ্বাস নিবো
স্বপ্ন করি পোষণ।
রয়েছে যত বন ও প্রাণী
ধরনীর সব বনে,
উজাড় হয়েছে তার অনেকই
মানুষের কারণে।
বাস্তুসংস্থান আজ অসহায়
মানুষের কর্মকাণ্ডে,
সুদে-আসলে শোধ হচ্ছে তা
করোনা নামক দণ্ডে।
দণ্ডের পরে,সবার ঘরে
আসবে জানি শান্তি,
বিধাতা যেনো ক্ষমা করেন
আমাদের সব ভ্রান্তি।
Comments
Post a Comment