লিখেছেন: শেখ রফিকুল হক
দোকান খোলা
টেলিভিশন চলছে
উনুনে ফুটছে চায়ের পানি...
মাদুরপেতে মধ্যবয়সী দুজন
রাজা মন্ত্রী ঘোড়ার চাল নিয়ে
মগ্ন গভীর ধ্যানে
চারদিকে উৎসুক দর্শক
কারো মুখে মাস্ক নেই
সামাজিক দূরত্ব নেই
করোনার ভয় নেই
আসলে কোন বিকার নেই!
গরম চায়ের কাপ
সিগারেট পুড়ছে
ধোয়া উড়ছে
গরম গরম ধোয়া
উড়ে উড়ে ঘুরে ঘুরে
মিলিয়ে যাচ্ছে বাতাসে
করোনা মিশ্রিত বাতাসে...
এ ষোড়শী চাঁদের
বুক ধড়ফড়ানি
জোসনাভরা আকাশে...
পায়ের উপর পা তুলে
দোকানদার আছে বসে
মুখে তার প্রশান্তির হাসি!
করোনা দোহাই চলতো ন আর
কে আমারে ঠেকায়?
আমি হবই সর্বনাশী!
সবই ঠিক আছে
সবারই সব ঠিক আছে
কিছুই বদলায়নি
হয়নি কারো ঘরে চুরি...
শুধু আমাদের ঘর নেই
ঘরে ফেরার তাগিদ নেই
আমরা যে প্রজাতন্ত্রের
অনুগত কর্মচারী।
Comments
Post a Comment