লিখেছেন: সিরাজুম মুনিরা
সব মানুষের মধ্যে স্বপ্ন থাকে,থাকে লক্ষ্য জয়ের আকাঙ্ক্ষা।এই স্বপ্ন পূরণের পথে থাকে নানা প্রতিবন্ধকতা। যে মানুষ শত প্রতিবন্ধকতা থাকা সত্যেও সামনের দিকে এগিয়ে চলে তারাই লক্ষ্যে পৌছতে পারে।
পাড়াগাঁয়ের শান্ত নদীর মত বেড়ে ওঠা পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার এক তরুন বলছিলাম পিরোজপুরের তরুন সাংবাদিক কবির হোসাইনের জন্ম ও বেড়ে ওঠার কথা।বাবা মায়ের ছয় সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান কবির হোসাইন। তিনি ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন যথাক্রমে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি পি.সি কলেজ থেকে।পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ করেছন কামিল ডিগ্রী। কবির হোসাইনের শিক্ষাবৃত্তান্ত লক্ষ্য করলে বোঝা যায় তিনি একজন বিদ্যানুরাগী মানুষ। সাংবাদিকতার হাতেখড়ি হয় ছাত্র জীবনেই।তবে এর পেছনে আছে একটা গল্প।সময়টা ২০০৭ সাল,প্রলয়ংকারী ঘুর্নিঝড় সিডরের কিছু পরের কথা এলাকার ত্রান বিতরণ কর্মসূচিতে সেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন।দুর্গতদের সেবা করাই ছিল ধ্যান -জ্ঞান।বিভিন্ন সংস্থার ত্রান বিভিন্ন রকম।এই ত্রান বৈচিত্র্য নিয়ে জনমনে অসন্তোষ তৈরি হয়।এরই জেড় ধরে একটি স্বনামধন্য জাতীয় দৈনিক পত্রিকায় রিপোর্ট হয় তাদের পুরো ত্রান কমিটির নামে।সেই দিনের সেই বিভ্রান্তিকর রিপোর্টেরর স্বীকার হওয়ার পর থেকেই তার মনে সাংবাদিক হওয়ার বাসনা কাজ করে।উদ্দেশ্য একটাই আপামর জনসাধারণেরর কাছে সঠিক তথ্যটি পৌছানো।সেই স্বপ্নে পালক লাগে ২০০৮ সালে স্নাতক পরার উদ্দেশ্যে সরকারি সোহরাওয়ার্দী কলেজে ভর্তি হওয়ার পর।কবির হোসাইন আব্দুর রাজ্জাক চৌধুরী ও সহপাঠী জিয়াউল হক জিয়ার সহযোগিতায় শুরু করেন সাংবাদিকতা ।তিনি (জিয়াউল হক জিয়া)আগে থাকেই যুক্ত ছিলেন সাংবাদিকতার সাথে।কবির হোসাইন এক দশকের বেশি সময় পার করেছেন এই সাংবাদিকতার সাথে।শুরু করেছিলেন মোল্লা নিউজ(একটি নিউজ এজেন্সি)এর প্রতিনিধি হিসেবে।এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।কাজ করেছেন বিডি হেডলাইন নামক অনলাইন টিভিতে,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হিসেবে,বর্তমানে কর্মরত আছেন দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হিসেবে ও আইটিভি নামক একটি অনলাইন টিভির জেলা প্রতিনিধি হিসেবে।কবির হোসাইন দৈনিক সংবাদ প্রতিক্ষন,দৈনিক দিনের আলো, পিরোজপুরের কন্ঠসহ বেশ কিছু সুনামধন্য দৈনিক পত্রিকায় কাজ করেছেন।এই দীর্ঘ সাংবাদিকতা জীবনে অংশগ্রহন করেছেন সাংবাদিকতা বিষয়ক নানা প্রশিক্ষন কর্মকান্ডে ।ন্যাশনাল ইনস্টিটিউশন অব মাস্ কমিউনিকেশন, প্রেস ইনিস্টিটিউট অব বাংলাদেশ এবং সুশিলন উল্লেখযোগ্য।প্রিয় শখ বলতে একটাই সত্য ও সচ্ছ সংবাদ খুজে বের করে জনগনের কাছে পৌছানো।তার সাংবাদিকতা জীবনে অনুকরণীয় দুজন ব্যক্তি।একজন রশীদ আল মুনান সুজন (জেলা প্রতিনিধি এনটিভি)এবং অন্যজন সেই সাংবাদিক বন্ধু জিয়াউল হক জিয়া(জেলা প্রতিনিধি সময় টিভি),।কবির হোসাইন ভবিষ্যতে নিজেকে আরও দক্ষ সাংবাদিক হিসেবে দেখতে চান।তার কাছে সাংবাদিকতা একটা সাধনা ও ভালোবাসার জায়গা। আমৃত্যু মানুষের তরে এমনিভাবেই কাজ করে যেতে চান পিরোজপুরের এই তরুন সাংবাদিক।
Comments
Post a Comment