লিখেছেন: শেখ সায়মন পারভেজ হিমেল
আজ প্রান্ত রাতে ঘুমের ঘোরে
দেখিলাম এক স্বপন ।
মৃত্যু যেন আমায় ধরিল
সবাই শোকে কাতর,
মসজিদ থেকে আনিল খাটওয়ালাটা
শত মানুষ কাঁদছে পরে ,
আমি শুধু একা ।
গোসল দিলো বরই পাতায়
ভাবছি যাব আমি কোথায় ?
সাদা কাফন পরে আমি
শুয়ে আমি উঠানে আছি ,
কত শত মানুষ আসলো
একেক করে মোরে দেখলো ,
এবার মোরে হালকা করে
উঠালো তাদের কাঁধে ,
আশহাদু আল্লাহ বলতে বলতে
চলিল তারা ওই পথের ধারে,
কত শত মানুষ পিছে
আমি একা ভয়ে ভয়ে,
ওই কাফনের ভিতরে ডরে।
আসিল একক্ষণ
ইমাম আসিল মোয়াজ্জিম আসিল
মোরে সামনে সবার রাখিলো
যেন কান্দন সুরে বলছে আমারি কথা,
ভাবিলাম এবার এরাই যাবে
ওই কবরের মাঝে ।
আল্লাহু আকবার বলে এবার
করিল মোরে ছাড়া ,
সালাম দিয়ে শেষ হলো জানাজা।
ওমা ,এ কি !
কিছু যাচ্ছে ঐদিকে ,
কিছু যাচ্ছে আমায় লয়ে,
ওই কবরের মাঝে ,
ভাবিলাম এবার সঙ্গী হবে ঐ দুঃখী দিনে ।
দুজনে মোরে রাখিলো কবরে
আমি অধম কাতর ভয়ে ওমা !
এবার দেখি দিচ্ছে মাটি
ভুলছে আমায় সবাই নাকি ?
কত গহীন কবরে একলা
থাকিব নাকি একা ?
করিম রহিম ভাইরে আমার
যাসনি তোরা আমায় ছেড়ে ,
কত আপন ছিলাম তোদের ,
কত কি করলাম তোদের
ছেড়ে যাস না মোরে
ওই কবরের মাঝে ।
এবার মোরে করিল সোজা
অচেনা দুই ফেরেশতা
বলিল মোরে ,রব কে তোমার ?
বলিল মোরে, দ্বীন কি তোমার?
বলিল মোরে ,উনি কে তোমার ?
ভীত আমি কন্ঠে ,
সকল ক্রোধ আমার তরে ।
এমন সময় আসিল কানে আজান
স্বপন ভাঙ্গিলো এবার ,
স্বপ্নে আমি বুঝিলাম তবে মৃত্যু কিছুটা
জীবনভর প্রভু তোমার শুনিবো কথা ।।
মৃত্যু সত্য জেনেও মন তাকে অনুভব করতে চায়না কারণ পৃথিবীর মায়া ত্যাগ এত সহজ নয়
ReplyDelete