লিখেছেন: সুলতানা মারজান ডালিয়া
বৃষ্টি পড়ার টাপুরটুপুর শব্দ ধ্বনির মতো
তড়িৎ গতিতে তোমার আগমন
আমার এ ছোট্ট জীবনে-
তোমার হৃদয়ের রাজরানী করে
বধু সাজালে মোরে
চিরদিনের জন্য ধরে রাখবে পাশে
বিনা সুতায় গেধেঁ দিলে
মোদের প্রেমানুরাগের মালাখানি
আত্মায় আর প্রাণে মিশে,
হয়েছি দুজন দুজনের পরমাত্মা!
শিউলি ফুলের মতো যেন
ঝরে যেতে পারি একই ডালের
দু'টি ফুল হয়ে,
বসন্তের কোকিলের ন্যায়;
উড়ে যেতে পারি যেন একই সাথে
শরতের কাশ বনের আন্দলিত
বাতাসের ন্যায় প্রেমানুরাগ যেন
ঢেউ খেলে যায় জীবনের প্রতিটি দিন!
এই হবে মোর ছোট্ট মনের মিনতি
প্রত্যাশা যদি দাও তুমি!
Read More 코인카지노 Our BetMGM editors and authors are sports activities specialists with a wealth of information of the sports activities industry at all ranges. Press the “Deal” button and the machine will then provide you with five random playing cards. If may have} 2 of a sort of "decrease value" playing cards, all the time maintain on to these in case you have nothing else.
ReplyDelete