লিখেছেন: আজিজুল হাকিম আরজু
বিধি,তোমার কাছে আর্জি জানাই
করিও পূরণ,
তওবা ছাড়া এই আমারে
দিওনা মরণ।
পাক-পবিত্র বান্দা হয়ে
করবো তোমায় স্মরণ,
নিষ্পাপ এক দাসকে তুমি
করিও বরণ।
ইঞ্জিলেতে জায়গা দিও
ভুবন ছাড়ার পরে,
জান্নাতেরই বাতাস দিও
আমার কবরে।
আমার সেজদা যেনো পায় গো খুঁজে
তোমারই চরণ।
কেবলামুখী করে আমায়
রেখে যাবে সবে,
সব হিসাব মিটে যাবে
মায়ার এই ভবে।
সহজ করে দিও আমার
অন্ধকার জীবন।
পোকামাকড় খেয়ে যাবে
সাধের এই দেহ,
বুকফাঁটা আর্তনাদ আমার
শোনবেনা তো কেহ।
ভাবলেই সেই কথা আমার হিয়ায়
হয় যে রক্তক্ষরণ।
পানাহ চাই বিধি'র কাছে
সকল আজাব হতে,
মনকিরনাকিরের উত্তর যেনো
নিয়া যাই গো সাথে।
সিন,দাল,সিন,লাম এর প্রবাহে করাইয়ো
তৃষ্ণার নিবারণ।
Comments
Post a Comment