বাংলাদেশকে দুগ্ধশিল্পে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের 'প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের' মাঠকর্মীদের খামারী জরীপ ও সংশ্লিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহের জন্য প্রকল্প থেকে পাঁচজন এলএসপির(প্রাণিসম্পদ সেবা সরবরাহকারী) মাঝে ২১ জুন তারিখে পাঁচটি পরিবেশবান্ধব যানবাহন সাইকেল বিতরণ করা হয়৷ এসময় উপস্হিত ছিলেন ভান্ডারিয়ার ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার, প্রকল্পটির প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শোভন হালদারসহ প্রকল্প ও উপজেলা অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ৷ ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার বলেন করোনার এই জরুরী অবস্হায় স্ব স্ব ইউনিয়নে এলএসপিদের এই পরিবেশবান্ধব বাহনটি অনেক কাজে আসবে৷ নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করার জন্য তিনি কর্মীদের পরামর্শ প্রদান করেন৷
১.আইচ পুরি ভান্ডার এর পুরি।দামুদার ব্রীজের ঠিক এক পাশেই ছোট্ট করে এই পুরির দোকান । অনেক জায়গায় পুরি খেলেও এটাকে আপনার বেস্ট বলতে হবে কারন ডাল পুরিতে অনেক ডাল এবং আলু পুরিতে অনেক আলু দেয়। সন্ধ্যার পর ভরপুর গরম গরম পুরি খাওয়ার লাইন লাগে এই দোকানে । প্রতিটা পুরি মাত্র ৫ টাকা। যে পরিমাণ আলু,ডাল ঠুসায় সেই তুলনায় দাম কমই বলা চলে।ট্রাই করতে পারেন কোন এক সন্ধ্যায় । ২.সিও অফিস, ডাচ বাংলা বুথের পাশের চায়ের দোকানের গরুর দুধের চা। ৩.জেলা পরিষদ সুপার মার্কেটে অবস্থিত ক্যাফে স্ট্রিট ফুড এর মালাই চা।পরিবেশন স্টাইল দারুন।দাম মাত্র ১৫ টাকা। ৪.দুলালের দধি ভান্ডারের রসগোল্লা, রসমালাই, দধি। ৫.ভাই ভাই মিস্টির দোকানের রসগোল্লা,দধি,রসমালাই। ৬.বেকুটিয়া ফেরিঘাটের রাস্তার পাশের ঝাল মুড়ি। ৭.পিরোজপুর পুরান বাসস্ট্যান্ডে খুলনা বাস কাউন্টারের পাশে দোকানের চিতই পিঠা।পিঠার সাথে মরিচ ভর্তা আর সরিষা ভর্তাটা জোশ লাগে। ৮.শেরে বাংলা মার্কেট এর বিপরীতে স্টার হোটেলে হট কফি। ৯.সিও অফিসের ওখানে ক্যাফে আল মদিনার চকলেট হট কফি,চকলেট কোল্ড কফি । দাম ৫০-৬০ টাকার মত লিখেছেন :জি,এম-আদল
Comments
Post a Comment