লিখেছেন: সজিব কুমার
কেউ কেউ আকাশের মত দূরত্বে রয়,
দূর হতেই ভালোবেসে তাদের পেতে হয়,
মাটির সঙ্গে বসবাস করা মানুষ গুলো দূর হতেই আকাশ ভালোবাসে আর বৃষ্টি চেয়ে নেয়।
দূর হতেই গভীর প্রেমে পরে!
মানুষগুলো বোকা,
তারা জানেনা যে আকাশ বেদনার চাষ করে, দুঃখ বাড়ায়।
কেউ কেউ মেঘ হতে চায়,আকাশ জুড়ে ভাসতে চায়।
তারাও কি বুঝতে পারে?
মেঘ যে সবসময় তার বুকে বৃষ্টি বয়ে বেড়ায়।
আচ্ছা, তারা তো পাখি হলেও পারতো,
দুই ডানা মেলে আকাশটা কাছ হতে ভালোবাসতো আর ভেসে থাকতো বুকজুড়ে,
আমি পাখি হলেই বুঝি ভালো হতো,
তোর আকাশটা জুড়ে বসে থাকতাম আর তোর শহর জুড়ে উড়ে বেড়াতাম।
আসলে আমি পাখি হতেই ভালোবাসি।
Comments
Post a Comment