লিখেছেন:রিজওয়ান খান
১৩ই কার্ত্তিক ছিল তারিখ, রবি বার।
যেদিন প্রথম তুমি এই বাড়িতে আমায় নিয়ে এলে,
ভীষণ কেদেছিলাম মনে আছে তোমার?
প্রতিদিন ই প্রায়, একাকার করতাম, কাজল আর চোখের জলে।
ভাবতে ভাল্লাগে ওদিন গুলোর কথা জানো?
আর কতটুক ই বা সৃতি আছে তোমার আমার?
সবটুকুই তো আধার আর তোমার স্মৃতি মাখানো।
কাজ ছেড়ে আমার কাছে আসবে কবে আবার?
আমি এখন দেয়াল গুলোর সাথে কথা কই রাত দিন,
আর দেয়ালের প্রতিটা ইট খেয়াল করে শোনে আমার কথন।
শুধু তোমার কথাই কয়ে যাই বিরামহীন,
ইট গুলো মুচকি হাসে, আমি বলে যাই আমার মতন।
বড্ড একা লাগে গো আমার,
তোমার , তোমার চিঠির আশাটাই বাঁচিয়ে রাখে আমায়, —
কবে সময় হবে তোমার?
কবে আবার পাশে পাব তোমায়?
আসবে তুমি খুব, আমরা যে আগুন দিয়ে বাঁধা
উত্তর দিও। ইতি,
-তোমার রাধা।
Comments
Post a Comment