রিয়াজ ভাই ❤
পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সুন্দর স্মৃতি গুলোর মদ্ধে একটি হচ্ছে রিয়াজ ভাইর #চিকেন_খিচুড়ি মানুষটা ১০ টাকায় যে কেমনে এত মজার খিচুড়ি খাওইত জানি না। নাকি টিফিন টাইমে খুধা বেশি লাগ..ই মজার কারণ? না...... রিয়াজ ভাইর হাতে আসলেই জাদু ছিলো??...... জানি নাহ। 😴
যদিও ৪র্থ শ্রেনীতে থাকতে আমি ভয়ে রিয়াজভাইর চিকেন খিচুড়ি খাইতাম না মরা মুরগী দেয় কিনা তবে কয়েকদিন পর ট্রাই করে আমি রীতিমত ফ্যান হয়ে যাই তার চিকেনখিচুরির 😅
কয়েক মাস আগের কথা গেছিলাম রিয়াজ ভাইর কাছে লেবুর সরবত খাইতে, ব্ল্লাম ভাই এখন আর খিচুড়ি বেচো না... পাস থেকে এক পিচ্চি বলে উঠলো রিয়াজ মামা তুমি আবার খিচুড়ি বেচলা কবে? রিয়াজ ভাই হাইসা বল্লো সে বহুত আগের কথা তম্রা তহন পয়দা হও নাই।
রিয়াজ ভাই তোমার চিকেন খিচুড়ি অনেক মিছ করি টেইক লাভ #রিয়াজ_ভাই ❤
লিখেছেন: তাজওয়ার তাকির
Comments
Post a Comment