লিখেছেন: মোঃ সোহেল রানা রাসেল
চলে যাবার সে যাবেই চলে
আটকাতে পারি কিসের ছলে?
অবশিষ্ট থাকে না সম্পর্ক আস্বাদন
নিজেকে করে যে অদল বদল।
ভালোবাসা, অভিনয় আর কত,
আমার আমিত্বকেও করি নত!
যতই দেই বিশ্বাসের প্রতিশ্রুতি
তাহার চোখে মিথ্যের বেসাতি।
চলার পথে কত মিতালী মধুরম্
সে পারেনি হতে সঙ্গী আমরন,
গভীর হয়নি অবিচ্ছেদ সম্পর্ক
আসলে চিরসত্য ছিল না অর্ঘ্য।
আমি যাকে খুঁজে ফিরি অহর্নিশ
সে হারিয়ে যায় রেখে কিছু বিষ,
হারাতে দেখি বিশ্বাসের সে হাত
আসলে ছিল তার অচেনা সিরাত।
জীবনে আসে সংকটময় বাঁক
সে ধোয়াশায় অন্তর করে তাঁক,
রাত শেষে ফুরায় আনন্দের ছটা
বুঝতে হয় দেরি প্রনয়নের ঘটা!
সবিশেষ উপস্থিত বিষাদ অবসাদ
নিরস জীবন ভুলে সুখ আহ্লাদ,
তবু স্বপ্ন সাজে রঙিন করতে ভুবন
হাসির আড়ালে কষ্ট করে আপন।
অসুখের ভিড়ে মেলে সুখের দেখা
একাকিত্ব ঘুচাতে মিলে যায় রেখা,
আবর্তন হয় দুঃখ সুখের খেলাঘরে
জীবন তার নানান রূপ মঞ্চস্থ করে।
হারাতে চায় না যে জন, তবু হারায়
অমোঘ বিধানে তাকে হারাতেই হয়
বিদায়ের বেলা যায় সুখস্মৃতি করে
ধুমকেতু, তারকা যেমন খসে পড়ে।
বিদায় আর বিদায়ের আদায় এ মনে
বিদায়ের ভালোবাসা ঝরে ক্ষণেক্ষণে
পার্থক্য শুধু তোমাদের বিদায় বেলা
কে ভালোবেসেছো কে করলে খেলা!
Comments
Post a Comment