লিখেছেন: নূর-ই হাফসা মুন
শিক্ষা যদি আমাদের জীবনের সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে তবে শিক্ষকরা সব চাইতে মূল্যবান সম্পদ। জীবনে চলার পথে শিক্ষক নামে পরিচিত বিভিন্ন মানুষের সাথে আমরা পরিচিত হই যারা আমাদের কাছে বিষয় ভিত্তিক শিক্ষা দেয় পুথিগত শিক্ষা যে বিষয় পাল্টালে শিক্ষকও বদলে যায়।কিন্তু আমাদের প্রতিটি মানুষের জীবনেই হয়ত একবার না একবার শিক্ষক রূপে এমন মানুষ আসে যে জীবনের শিক্ষা দেয়। যা আমরা চলার পথে বয়ে নিয়ে চলি।
আমার জীবনের সেই মূল্যবান ব্যক্তিত্ব আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমার রিপন স্যার। আমার গনিতের শিক্ষক। তিনি যতটাই স্যার ততোটাই আমাদের পিতা, ততোটাই আমাদের বন্ধু। যার কাছে যেকোনো সমস্যা হোক গনিতের অথবা জীবনের আমরা সবাই অনায়েসে বলে ফেলতাম। আর যতটা না সহজে আমরা বলতাম তা থেকে অনেক সহজে সে সবাধান দিয়ে দিত। আমাদের মত কিছুটা দূর্বল ছাত্র-ছাত্রী যারা তাদেরকে অন্য স্যাররা যেখানে ৩৩ দিয়ে বিদ্রুপ করে বলতো তোমরা "বোদে খাটো"। সেই ৩৩ পাওয়া একই ছাত্র-ছাত্রীর অনেককেই তার কাছ থেকে শিক্ষা-দীক্ষা নিয়ে এ, এ প্লাস এমনকি গোল্ডেন পযন্ত পেয়েছে। কারন রিপন স্যারের কাছে যেখানে পড়তে যেতাম ওটা আমাদের জন্য শুধু পড়ার জায়গা নয়, জীবনকে শেখার জায়গাও ছিল। কঠিন থেকে কঠিনতম জিনিস গুলোকে কেমন করে যেন কৌতুকের মালায় পেঁচিয়ে আমাদের মনে গেথে দিত। গরীব ধনী তার দর্জা দিয়ে কেউ খালি হাতে ফিরতো না। বিনা পয়সায় আবার কাউকে নিজে বই দিয়ে পড়ার ব্যবস্হা করতেন স্যার। আমরা যখন জিজ্ঞেস করতাম একটা কথাই বলতেন" আমি জীবনে কষ্ট করে বড় হয়েছি তাই যারা মন থেকে পরিশ্রম করতে চায় তাদের মধ্যে নিজেকে দেখি,কাউকে ফিরিয়ে দেই না"।শিক্ষা যেখানে জাতির মেরুদণ্ড সেখানে আমার মত হাজারো বা লাখো ছাত্রছাত্রীদের মেরুদণ্ড গঠনের কারিগর স্যার। যিনি আমার জীবনের প্রতিটি সাফল্যের অংশিদার, আমার জীবনের শিক্ষা গুরু,সত্যিকারের শিক্ষক। যে তার ছায়ার সৌভাগ্য অর্জন করেছে সে যেন পৃথিবীর সবচাইতে ভাগ্যবান শিক্ষার্থীদের একজন।যাকে আমরা কেউ কখনও ভুলতে পারি না কারন সে আমাদের আদর্শ।
Comments
Post a Comment