লিখেছেন: হাফসা মুন
কলম ছেড়ে কোদাল হাতে নেয়া,
বা রোদে পুরে দিন মজুরি করা,
এটা কারও পেশা নয় প্রয়োজন,
যা তাকে তার স্বপ্ন গুলোকে মাটি চাপা দিতে বাধ্য করেছে।
মাটি যেথায় শত্রু দিয়ে ঘেরা,
ফেরার বেলা কাঠের বাক্সে ফেরা,
প্রয়োজন ছাড়া আর কি!
কখনও নিজের, কখনও বা দেশের,
কিন্তু এটা প্রয়োজন।
কেউ পড়াশোনা ছেড়ে কাজে নেমে পড়ে,
কেউ চেনা পথ ছেড়ে অচেনার পথ ধরে,
কেউ নিজেকে ঠকায় অন্যকে বাঁচাতে,
তো কেউ,
অন্যকে ঠকায় নিজেকে বাঁচাতে।
যেটা যার প্রয়োজন।
প্রয়োজন শব্দটাই এমন-
যার সামনে হেরে যায় পৃথিবী,
ছেরে যায় প্রিয়জন,
ভেঙে যায় শত মন।
কারন দিন শেষে সবাই সবার,
কোন না কোন প্রয়োজন।
Comments
Post a Comment