লিখেছেন : জি,এম-আদল
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।মুখে অনেকেই অসহায় মানুষের ক্ষুধা মেটানোর আশ্বাস দিতে পারে, খুব কম মানুষই সেটা তার কর্মে দেখাতে পারে।তবে পিরোজপুর শহরের "এক টাকার খাবার নামের" একটি সেচ্ছাসেবী সংগঠনের একদল তরুন সেটা করে দেখিয়েছে।
মাত্র এক টাকায় খাবার! পিরোজপুরের পথে পথে এই খাবার বিতরন করা হয় আশ্রয়হীন অসহায় শিশু থেকে শুরু করে যেকোন অসহায় মানুষের জন্য।এক টাকায় এক প্যাকেট খাবার পেয়ে এই অসহায় মানুষগুলো খুশিতে হয় আত্মহারা আর এই সংগঠনের তরুনরা পায় অভুক্তকে খাওয়ানোর আত্মতৃপ্তি।
সবার জন্য সুষম খাদ্য নিশ্চিতকরনকে উদ্দেশ্য করে একদল তরুন স্বেচ্ছ্বাসেবীদের উদ্যোগে পিরোজপুরে গড়ে উঠেছে এই অসাধারণ সেচ্ছাসেবী সংগঠনটি।সংগঠনটির এমন উদ্যোগের কারনে পিরোজপুরের দরিদ্র শিশু ও বৃদ্ধরা সপ্তাহে একদিন একবেলা এক টাকায় পেট ভরে ভাল মানের খাবার খেতে পারছে।
শায়েস্তা খাঁর আমলে ১ টাকায় আট মণ চাল মিলত। এক টাকা এখন নেহাত মূল্যহীন। সেই এক টাকার বিনিময়ে পিরোজপুরের সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাবার বিতরণ করছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি । বিনা পয়সায় খাবার সরবরাহ করলে এই মানুষগুলো এটাকে ভিক্ষা মনে করতে পারে, তাই এই ১ টাকা মূলত খাবারের প্রতিকি মূল্য হিসেবে রাখা হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও মূল উদ্যোক্তা নাজমুল ইসলাম শুভ জানান, ক্ষুধার্তকে এক বেলা সুস্বাদু খাবারের পরিতৃপ্তি দিতেই প্রাথমিক ভাবে তারা এই সংগঠনটির যাত্রা শুরু করে।
পিরোজপুরে কিছু অসহায় ক্ষুদার্ত পথশিশুর খাদ্যের আকুতি দেখেই এক টাকার খাবার এর এমন ভাবনা শুরু করে শুভ।কিছু কাছের বন্ধুদের সাথে আলাপের পরে কয়েকজন তার সাথে এগিয়ে আসে।এরপরে পিরোজপুর বড় মসজিদ মোড়ে খাবার বিতরণ কার্যক্রমের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৯ সালের ২২ মার্চ।প্রথমিক দিকে শুভ সহ তার সাথে ছিল মাত্র ৪ থেকে ৫ জন।তবে এই এক বছরের অধিক সময় তাদের সংগঠনের সেচ্ছাসেবী বেড়ে হয়েছে প্রায় ৪০ জন।এখন প্রতি শুক্রবারেই তারা অসচ্ছল মানুষের মাঝে ১ টাকার প্রতিকি মূল্যে খাবার বিতরণ করে। এছাড়াও সংগঠনটি পিরোজপুরের অসহায় মানুষদের জন্য বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কার্যক্রম করে থাকে।রোজায় অসহায় মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ, নতুন পোষাক বিতরণ, শীতে শীতবস্র বিতরণ,ঈদ উপলক্ষে অসহায় মানুষদে জন্য আনন্দ আনুষ্ঠানের আয়োজন করে থাকে "এক টাকার খাবার" নামে পিরোজপুরের এই সেচ্ছাসেবী সংগঠনটি।বর্তমান করোনা পরিস্থিতিতেও তারা থেমে নেই।এরই মাঝে তারা প্রায় ৯০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।এ পর্যন্ত সংগঠনটি নানা কার্যক্রমের মাধ্যমে প্রায় দশ হাজার অসহায় মানুষকে সহযোগীতা করেছে।
সংগঠনটির সংগঠকরা স্বপ্ন দেখেন,এই কার্যক্রমের আওতায় তারা আরো অসহায় মানুষকে নিয়ে আসতে পারবেন,সহযোগীতা করতে পারবেন।এক টাকার খাবার"এর সেচ্ছাসেবীরা আরো স্বপ্ন দেখেন,এদেশে কেউ ক্ষুধায় কষ্ট পাবেনা,সুস্বাদু ও পুস্টিকর খাবার সবাই পাবে,সবাই খাবে।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।মুখে অনেকেই অসহায় মানুষের ক্ষুধা মেটানোর আশ্বাস দিতে পারে, খুব কম মানুষই সেটা তার কর্মে দেখাতে পারে।তবে পিরোজপুর শহরের "এক টাকার খাবার নামের" একটি সেচ্ছাসেবী সংগঠনের একদল তরুন সেটা করে দেখিয়েছে।
মূল উদ্যোক্তা নাজমুল ইসলাম শুভ |
মাত্র এক টাকায় খাবার! পিরোজপুরের পথে পথে এই খাবার বিতরন করা হয় আশ্রয়হীন অসহায় শিশু থেকে শুরু করে যেকোন অসহায় মানুষের জন্য।এক টাকায় এক প্যাকেট খাবার পেয়ে এই অসহায় মানুষগুলো খুশিতে হয় আত্মহারা আর এই সংগঠনের তরুনরা পায় অভুক্তকে খাওয়ানোর আত্মতৃপ্তি।
সবার জন্য সুষম খাদ্য নিশ্চিতকরনকে উদ্দেশ্য করে একদল তরুন স্বেচ্ছ্বাসেবীদের উদ্যোগে পিরোজপুরে গড়ে উঠেছে এই অসাধারণ সেচ্ছাসেবী সংগঠনটি।সংগঠনটির এমন উদ্যোগের কারনে পিরোজপুরের দরিদ্র শিশু ও বৃদ্ধরা সপ্তাহে একদিন একবেলা এক টাকায় পেট ভরে ভাল মানের খাবার খেতে পারছে।
শায়েস্তা খাঁর আমলে ১ টাকায় আট মণ চাল মিলত। এক টাকা এখন নেহাত মূল্যহীন। সেই এক টাকার বিনিময়ে পিরোজপুরের সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাবার বিতরণ করছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি । বিনা পয়সায় খাবার সরবরাহ করলে এই মানুষগুলো এটাকে ভিক্ষা মনে করতে পারে, তাই এই ১ টাকা মূলত খাবারের প্রতিকি মূল্য হিসেবে রাখা হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও মূল উদ্যোক্তা নাজমুল ইসলাম শুভ জানান, ক্ষুধার্তকে এক বেলা সুস্বাদু খাবারের পরিতৃপ্তি দিতেই প্রাথমিক ভাবে তারা এই সংগঠনটির যাত্রা শুরু করে।
পিরোজপুরে কিছু অসহায় ক্ষুদার্ত পথশিশুর খাদ্যের আকুতি দেখেই এক টাকার খাবার এর এমন ভাবনা শুরু করে শুভ।কিছু কাছের বন্ধুদের সাথে আলাপের পরে কয়েকজন তার সাথে এগিয়ে আসে।এরপরে পিরোজপুর বড় মসজিদ মোড়ে খাবার বিতরণ কার্যক্রমের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৯ সালের ২২ মার্চ।প্রথমিক দিকে শুভ সহ তার সাথে ছিল মাত্র ৪ থেকে ৫ জন।তবে এই এক বছরের অধিক সময় তাদের সংগঠনের সেচ্ছাসেবী বেড়ে হয়েছে প্রায় ৪০ জন।এখন প্রতি শুক্রবারেই তারা অসচ্ছল মানুষের মাঝে ১ টাকার প্রতিকি মূল্যে খাবার বিতরণ করে। এছাড়াও সংগঠনটি পিরোজপুরের অসহায় মানুষদের জন্য বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কার্যক্রম করে থাকে।রোজায় অসহায় মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ, নতুন পোষাক বিতরণ, শীতে শীতবস্র বিতরণ,ঈদ উপলক্ষে অসহায় মানুষদে জন্য আনন্দ আনুষ্ঠানের আয়োজন করে থাকে "এক টাকার খাবার" নামে পিরোজপুরের এই সেচ্ছাসেবী সংগঠনটি।বর্তমান করোনা পরিস্থিতিতেও তারা থেমে নেই।এরই মাঝে তারা প্রায় ৯০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।এ পর্যন্ত সংগঠনটি নানা কার্যক্রমের মাধ্যমে প্রায় দশ হাজার অসহায় মানুষকে সহযোগীতা করেছে।
সংগঠনটির সংগঠকরা স্বপ্ন দেখেন,এই কার্যক্রমের আওতায় তারা আরো অসহায় মানুষকে নিয়ে আসতে পারবেন,সহযোগীতা করতে পারবেন।এক টাকার খাবার"এর সেচ্ছাসেবীরা আরো স্বপ্ন দেখেন,এদেশে কেউ ক্ষুধায় কষ্ট পাবেনা,সুস্বাদু ও পুস্টিকর খাবার সবাই পাবে,সবাই খাবে।
Comments
Post a Comment