লিখেছেন : আরিফুল ইসলাম
শ্রমিক,
তুমি রোদে পুড়ো, বৃষ্টিতে ভিজো,
করো হাড়ভাঙা কষ্টের পরিশ্রম।
তারপরেও পাওনা তুমি শ্রমের সঠিক দাম ।
শ্রমিক,
তুমি তারপরেও করোনা শোষনের প্রতিবাদ।
তাই তো এতো শোষণকারী করে রাজত্বের বুনিয়াদ ।
শ্রমিক,
তুমি মাথার ঘাম পায়ে ফেলো,
করো দিনভর কাজ,
এরপরেও দিন কাটাও কষ্ট নিয়ে আজ।
শ্রমিক ,
তুমি এবার তো জেগে ওঠো!
হও একটু স্বার্থপর,
একটু নিজের কথা ভাবো।
দাবানলের মতো রুখে দাঁড়াও ওদের বিরুদ্ধে।
আছে যত শোষণকারী, অত্যাচারীর দল,
ভেঙে ফেলো ওদের সব দাম্ভিকতা,
ক্ষমতার মনোবল।
ওদের অত্যাচারের দাও মূখ্য জবাব।
Comments
Post a Comment