লিখেছেন : এইচ এম আকরামুল ইসলাম
করোনা আসছে ধেয়ে আমাদের সহজ পেয়ে।
চলি ফিরি আমরা, নাই কোন ভাবনা?
যে যেমন পারি তেমন করে ঘুরি
ভয় আমাদের নেই রক্ষার করবে সে।
বারবার বলার কি দরকার? আমরা সব জান্তা।
বাজারে না গেলে আমরা পাই না কোন পন্থা?
তাই তো আমরা সকালে বিকেলে যাই হেথা,
করোনা বলে আস হেথা দিব নতুন আশা।
ঘরের কোনে বন্দী করে দিব যন্ত্রনা খাসা।
নারীরা বেধে মুখ ভাবে পাবে না তাদের দুঃখ
তাই তো তারা বাজারে আসতে পায় সূখ।
অবহেলা না করে ফিরি সবাই আপন ঘরে
বদ্ধ থাকি যতটুকু পারি নিজ আঙ্গিনা তরে।
করোনার ভয়কে করি জয় সাহস রাখি মনে
না যেন করতে পারে আমাদের পরাজয় রণে।
Comments
Post a Comment