একাধারে একজন নৃত্যশিল্পী, একজন সোস্যাল অ্যাক্টিভিস্ট, আবার একজন নৃত্যগুরু। নাচই তার ধ্যান-জ্ঞান। তার যাপিতজীবন শুধু নাচকে ঘিরেই। তিনি পিরোজপুরের সর্বজন প্রিয় নৃত্যশিল্পী, নৃত্য সংগঠক ফেরদৌসী রহমান (তানিয়া)।সবাই যাকে তানিয়া নামেই বেশি চেনে। পিরোজপুরের শিল্পকলার একজন গুণী নৃত্য শিক্ষকও তিনি।
ফেরদৌসী রহমান (তানিয়া) |
সিরাজুম মুনিরা: বেড়ে ওঠা এবং লেখাপড়া জীবন সম্পর্কে কিছু বলুন?
ফেরদৌসী রহমান (তানিয়া): জন্ম এবং বেড়ে ওঠা পিরোজপুরেই।পড়াশুনার হাতেখড়ি মোরশেদ স্মৃতি শিশু নিকেতন,মাধ্যমিক পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং এম.এ শেষ করেছি খুলনা বি.এল কলেজ থেকে।
সিরাজুম মুনিরা:কবে থেকে নাচ শেখা শুরু করলেন?
ফেরদৌসী রহমান (তানিয়া):স্কুল এ ভর্তি হওয়ার আগেই নাচ শেখা শুরু করি শখ বসত।
নাচ টা আম্মুর খুব পছন্দের ছিলো তার জন্যই নাচ শেখা শুরু হয় আমার তবে,আব্বু পছন্দ করত না বলে লুকিয়ে লুকিয়ে নাচ শিখতাম অনুষ্ঠান আর প্রতিযোগিতা সবই আব্বু কে না জানিয়ে করা।নাচ শেখা শুরু করার পরে আমি মোরশেদ স্কুল এ ভর্তি হই।মূলত এভাবেই শৈশব কাল থেকেই নাচ শেখা শুরু।
সিরাজুম মুনিরা:সেই নাচটাকেই কবে পেশাগত ভাবে রূপ দেয়ার চিন্তা করলেন?
ফেরদৌসী রহমান (তানিয়া): নাচ কে কখনই আমি পেশা হিসেবে দেখিনি নাচ কে আমি শখ হিসেবেই দেখতাম আর আজও তাই আমি যত টুকু নাচ সম্পর্কে জানি ঠিক ততোটাই যারা নাচকে ভালোবাসে তাদের কে শিখিয়েছি কোন টাকার লোভে না।
শিল্পকলায় আমার চাকরি হয় ২০০৬ সালে তখন আমি উচ্চমাধ্যমিক ১ম বর্ষে পড়ি ২০০৬ সালে শিল্পকলায় একটা টিচার্স ট্রেনিং হয় সেখানে অনেক নাচের শিক্ষকদের সাথে আমিও শখবসত সেই ট্রেনিং এ যোগদান করি তবে সেখানে চট্টগ্রাম থেকে নৃত্য প্রশিক্ষক আসেন প্রেমা অবন্তী। তিনি আমার নাচ দেখে তার সহযোগি হিসেবে আমাকে তার সাথেই রাখা শুরু করে। এর পরে হঠাৎ একদিন তিনি আমাকে ফোন দিয়ে জানান পিরোজপুর শিল্পকলায় নৃত্য প্রশিক্ষক নিবে এবং আমাকে নাকি শিল্পকলা থেলে ডাকবে আমি যেনো তখন শিল্পকলায় যাই।এভাবেই আমার শিল্পকলায় নৃত্য প্রশিক্ষক হওয়া তবে আমার আব্বু বলতো শিল্পকলায় শিক্ষক হয়েছো ভালো কিন্তুু তুমি কারো বাসায় গিয়ে নাচ শিখাতে পারবে না।
সিরাজুম মুনিরা:প্রথম নাচতে গিয়ে কোন মজার স্মৃতি কিংবা দু:স্মৃতি মনে পড়ে?
ফেরদৌসী রহমান (তানিয়া):হুম মজার তো কত কথা আছে! আগেই বলেছি আমি যেসকল অনুষ্ঠান করতাম তা আব্বু জানত না তাই সব অনুষ্ঠান এর আগে আম্মু জেনে নিতো আমরা কয়টার মধ্যে অনুষ্ঠান শেষ করে আসতে পারব। একবার নাজিরপুরে একটা অনুস্ঠানে গেছিলাম, ওনারা বলেছিল ৯ টায় আমরা পিরোজপুর চলে আসতে পারব তবে দুঃখের বিষয় হলো,কথায় আছে চোরের ১০ দিন আর গৃহস্তের ১ দিন। ঐ দিন নাজিরপুর থেকে আমরা ঠিকই ৯.১৫ তে রওনা দেই কিন্তুু মাঝপথে গাড়ি নষ্ট হয়ে যায়। না পারি পিরোজপুর আসতে!না পারি নাজিরপুর যেতে। তখন মোবাইল নেটওয়ার্ক অতোটা উন্নত হয়নি।ঐ দিন আব্বু আমার নৃত্য গুরুর বাসায় গিয়ে তার পুরা পরিবারের সাথে রাগ করে আসে এবং আমার দাদী,ফুপি সবাই কে বকা দেয়। ঐ রাত ছিলো আমাদের পুরো নৃত্য টিমের জন্য একটা ভয়ংকর রাত।
সিরাজুম মুনিরা:আপনার শিল্পী জীবনের উল্লেখযোগ্য পুরস্কার কথা যদি বলতেন? এর মধ্যে সবচেয়ে ভালো লাগার পুরষ্কার বা অর্জন কোনটি??
ফেরদৌসী রহমান (তানিয়া):জাতীয় পর্যায়ের যত প্রতিযোগিতা হয়েছে আমাদের সময়ে তখন জেলা পর্যায় আমি বহুবার লোক,উচ্চাঙ্গ নৃত্যে ১ম হয়েছি। ২০১১ তে বরিশাল বিভাগীয় পর্যায় থেকে উচ্চাঙ্গ নৃত্যে ১ম হই। তখন ঢাকা শিল্পকলায় যাই এবং জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করি। এটিএন ও এনটিভি তে প্রোগ্রাম করেছি।আমি আজ পর্যন্ত যতোটুকু অর্জন করেছি তা আমার যোগ্যতায়।
সিরাজুম মুনিরা:এই অঙ্গনে খারাপ লাগা কোন স্মৃতি কি আছে যেটা আপনার মনে পড়লে খুবই খারাপ লাগে?
ফেরদৌসী রহমান (তানিয়া):একটাই কষ্ট লাগে মাঝে মাঝে যখন কেউ আমার সাথে কোন কিছুতে পেরে না ওঠে তখন নরত্বকী বলে পিছনে নোংরা কথা বলে আসলে নরত্নকী তো আমরা না নরত্বকী তো তাদের বলা হয় যারা টাকার বিনিময়ে হোটেলে অন্য লোকের বাড়ি বা রাজা বাদশার বাড়ি নাচ করত বা করে তাদের।
সিরাজুম মুনিরা:নৃত্যজগতে আপানার আইডল বা পছন্দের শিল্পী কে?
ফেরদৌসী রহমান (তানিয়া):আমি যার জন্য আজ শিল্পকলার প্রশিক্ষক, যার ভালোবাসা আর সাহসে আমি অল্প বয়সে প্রশিক্ষক হওয়ার সাহস এবং মনে জোর পেয়েছি তিনি হলেন প্রেমা অবন্তী। তিনি বাংলাদেশের একজন বড় নৃত্য শিল্পি।কুনতাল বড়ুয়া তার স্বামী।
সিরাজুম মুনিরা:যারা পিরোজপুরে শিল্পকলায় নৃত্য শিখতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি?কিভাবে শেখার সুযোগ পেতে পারে?
ফেরদৌসী রহমান (তানিয়া):শিল্পকলায় জানুয়ারি থেকে মে পর্যন্ত ভর্তি নেয়া হয়।আগ্রীম ৬ মাসের বেতন সহ সাথে ২কপি ছবি আর জন্ম নিবন্ধন জমা দিতে হয়।
সিরাজুম মুনিরা:ছোট বেলা থেকেই আপনাকে অনেক প্রানবন্ত দেখি, আপনার তারুণ্যেরর রহস্য কি?
ফেরদৌসী রহমান (তানিয়া):আমি হাসি খুশি থাকতে সবার সাথে মিলে মিশে থাকতে আর সবাই কে আপন ভাবতেই ভালোবাসি তবে যে একবার আমার মন থেকে সরে যায় তার চার পাশেও আমি যাই না।
সিরাজুম মুনিরা:আপু নিজেকে কোন পরিচয়টি দিতে বেশি সাচ্ছন্দ্য বোধ করেন? নৃত্যশিল্পী নাকি নৃত্যু গুরু?
ফেরদৌসী রহমান (তানিয়া):আমি এক জন সাধারন মানুষ এটাই আমার পরিচয়। তবে আমি ভালো নৃত্য গুরু নাকি ভালো নৃত্য শিল্পী এটা আমার শিক্ষার্থীরা এবং যারা আমার নৃত্য দেখেছেন তারাই ভালো বলতে পারবেন।
Comments
Post a Comment