বলেশ্বর এবং কচা নদীর তীর ঘেষে ইন্দুরকানী উপজেলার অবস্হান। ইন্দুরকানী উপজেলার একসময় নাম ছিল সেউতিবাড়িয়া। এ নামটি এসেছে সেউতিবাড়িয়া নামক গ্রাম থেকে।সেউতিবাড়িয়া নামে একটি ভারানি খাল ছিলো। যেটি সেউতিবাড়িয়া ঘোষের হাট হয়ে হোগলাবুনিয়া থেকে মোরেলগঞ্জ বিস্তৃত ছিলো। এই ভারানি খালের নামানুসারে সেউতিবাড়িয়া নামের উৎপত্তি। প্রথমদিকে কয়েকটি ছোট দোকান ছিলো পরবর্তীতে দোকানের সংখ্যা বৃদ্ধি পেয়ে একটি হাট হয় এবং পরে তা রূপ নেয় বাজারে। এই সেউতিবাড়িয়ার নাম পরিবর্তন করে পরবর্তীতে ইন্দুরকানি নামকরণ হয়। দুটি নদীর মোহনায় অবস্হিত বর্তমান ইন্দুরকানি স্হানটির আকৃতি ইঁদুরের কানের মতো হওয়ায় এর নামকরণ হয় ইন্দুরকানি।
ইন্দুরকানী উপজেলার আয়তন : মোট আয়তন ৯২.৫৫ বর্গকিলোমিটার।
লোকসংখ্যা : ৭৭.২১৭ জন।(২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)
লিখেছেন: সিরাজুম মুনিরা
Comments
Post a Comment