কচা নদীর পলিবিধৌত এবং প্রচুর ফলন সমৃদ্ধ এ অঞ্চলটি ধান ও রবি শস্যের ব্যাপক ফলনের ফলে এলাকাটি শস্যভান্ডার হিসেবে পরিচিতি লাভ করে।শস্যভান্ডারের কেন্দ্রস্থল ছিলো ভান্ডারিয়া ও তার পার্শ্ববর্তী গ্রামসমূহ। এ শস্যের বাজারজাতকরণেরর লক্ষ্যে পোনা নদীর তীরে বহু গুদাম বা ভান্ডার বিশিষ্ট বাজার ও জনপদেরর সৃস্টি হয়। ব্যবসা ও বানিজ্যেরর অন্যতম কেন্দ্র হওয়ায় এখানের দোকান গুলো ভান্ডারে পরিনত হতো। ভান্ডার ও প্রচুর শস্য মজুদেরর কারনে এ অঞ্চল '' ভান্ডারিয়া " হিসেবে পরিচিতি লাভ করে।এই উপজেলার আয়তন : ৬৩.১৫ বর্গমাইল বা ১৬৩.৫৬ বর্গকিলোমিটার।
লিখেছেন:সিরাজুম মুনিরা
Comments
Post a Comment