পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা অবস্থিত ভান্ডারিয়া শিশু পার্ক (Bhandaria Shishu Park) একটি পারিবারিক বিনোদন কেন্দ্র। সব বয়সী দর্শনার্থীদের বিনোদনের উদ্দেশ্যে নির্মিত ভান্ডারিয়া শিশু পার্কে আছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় রাইড এবং বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি।
এটি ভান্ডারিয়া থানার সামনে অবস্থিত একটি শিশু পার্ক। এখানে বিভিন্ন ধরনের রাইড যেমন চরকি, বোট, দোলনা ইত্যাদি রয়েছে। এবং বিভিন্ন প্রাণী যেমন জিরাফ, উট, হাতি, সিংহ, হরিণ ইত্যাদির প্রতিকৃতি রয়েছে ।প্রায় ৩.৩৮ একর আয়তনের ভান্ডারিয়া শিশু পার্কে রয়েছে নানা প্রজাতির অসংখ্য গাছপালা ও ফুলের বাগান। সবুজে ঢাকা এই পার্কটি অতি অল্প সময়ে পিরোজপুর জেলার একটি অত্যাধুনিক শিশু পার্ক হিসাবে সর্বত্র পরিচিতি পেয়েছে।
কিভাবে যাবেন
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ১৫ থেকে ২০ টাকা রিক্সা ভাড়ায় মাত্র ১.৫ কিলোমিটার দূরে ভান্ডারিয়া থানার সামনে অবস্থিত শিশু পার্কে যেতে পারবেন।
লিখেছেন : জি,এম-আদল
Comments
Post a Comment