কে এম লতিফ ইনস্টিটিউশন বরিশাল বোর্ডেরর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এটি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় অবস্হিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি ১৯২৮ সালে । এ বিদ্যালয়ের কোড(EIIN) ১০২৭২৪ এবং এমপিও (MPO)নাম্বার ৫৪০৫১১১৩০১। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছন মঠবাড়িয়ার তৎকালীন খাস মহল অফিসার জনাব খান বাহাদুর আব্দুল লতিফ চৌধুরি।তার নামেই বিদ্যালয়টির নামকরণ করা হয়েছে। বিদ্যালয়টিতে তিনটি বিভাগ রয়েছে : বিজ্ঞান বিভাগ, বানিজ্য বিভাগ এবং মানবিক বিভাগ। এ বিদ্যালয়ে দিবা শাখায় পাঠদান করা হয়। ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।এ প্রতিষ্ঠানের গড় পাসের হার : জে এস সি ৯৬.৩৮%, এস এস সি ৯৫.০১%।শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রতিযোগিতামূলক ভর্তি পরিক্ষায় উত্তির্ন হয়ে এই বিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। নিয়মশৃঙ্খলা ,পাঠদান, জ্ঞান ও বিজ্ঞান চর্চা, খেলাধুলা ও সহ - শিক্ষা কার্যক্রমে অনন্য বিদ্যালয়টি।এই বিদ্যালয়টি বরিশাল শিক্ষা বোর্ড প্রথম স্হান অর্জন করেছে বেশ কয়েকবার। বাংলাদেশের অনেক বিখ্যাত গুনিজন এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে রয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জনাব ফখরুদ্দিন আহমেদ প্রমুখ ব্যক্তি বর্গ। এছাড়া দেশের যেকোন প্রতিযোগিতামূলক পরিক্ষায় এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের রয়েছে সফল পদচারণা। সচিব পর্যায় থেকে শুরু করে সরকারি বেসরকারি সেক্টর এই বিদ্যাপিঠের শিক্ষার্থীদের পদচারণায় মুখর। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই কে এম লতিফ ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা রয়েছে অগ্রগামী।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাদৃত।
লিখেছেন:জি,এম-আদল
Comments
Post a Comment