মোরশেদ স্মৃতি শিশু নিকেতন বিদ্যালয়টি ১৯৮৭ সালে স্হাপিত হয় । পিরোজপুর জেলার শিশু শিক্ষার গতানুগতিক ধারা বদলে দিয়ে যুগোপযোগী প্রথার প্রবর্তন করেছে। মরহুম হাসনাত মোরশেদের অক্লান্ত পরিশ্রম ও সৃষ্টিশীল চিন্তার ফসল এ বিদ্যালয়টি। পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র উকিলপারায় অবস্হিত এই বিদ্যাপিঠ।
প্রধান শিক্ষক প্রতুল ব্রহ্ম স্যার প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত তার যোগ্য নেতৃত্বে এ বিদ্যালয়টি হয়ে উঠেছে অপ্রতিদ্বন্দ্বী।
এই বিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্যোগতা ছিলেন মরহুম শ্রদ্ধেয় হাসনাত মোরশেদ। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই বিদ্যালয়টিকে পূর্নাঙ্গ রূপ দিতে। পুরো কাজ যখন শেষ, শুধু সূচনার অপেক্ষা। ঠিক তেমনই সময় ৬ ডিসেম্বর তারিখে তিনি পরলোক গমন করেন। তার অবদানের স্বীকৃতিস্বরুপ এই বিদ্যালয়ের নামকরণ করা হয় "মোরশেদ স্মৃতি শিশু নিকেতন"।
ছোট্ট একটি মাঠ, মাঠের তিনদিকে তিনতলা ভবন আর একদিকে মঞ্চ। পুরো মাঠের চারিদিক ঘেরা নানান ফুলের গাছ। ঠিক যেনো ছবির মত একটা বিদ্যালয়। সুন্দর পরিবেশেরর পাশাপাশি উন্নত শিক্ষাব্যবস্হা নিশ্চিত করে চলেছে কতৃপক্ষ।
লিখেছেন : সিরাজুম মুনিরা
প্রাক্তন শিক্ষার্থী
Comments
Post a Comment