লিখেছেন: হৃদয় দে আকাশ
ছবি তে যে লোকটিকে দেখছেন তিনি একজন জনপ্রতিনিধি কিছু দিন আগে উপ-নির্বাচনে তিনি ৩নং সদর ইউপির ২ নং ওয়ার্ডে জনগনের নিরঙ্কুস ভোটে মেম্বার নির্বাচিত হন, ঘরিতে সময় তখন ১ টা আমার ছোট বেলার বন্ধু মেহেদীর ছোট বোন অসুস্হ হাসপাতালে,যখন নিয়ে যাওয়া হচ্ছে তখনি রাস্তা থেকে রুবেল ভাইয়ের সাথে দেখা মেহেদীর, সে মেহেদীকে দেখে মেহেদীর সাথে হাসপাতালে গেল ডাক্তার ডাকলো মেডিসিন এর দোকান বন্ধ তখন, দোকানদার কে বাসা থেকে রুবেল ভাই নিয়ে এসে দোকান খুলিয়ে ঔসধ নিলো,ডাক্তার মেহেদীর বোন কে বাসায় নিয়ে যাওয়ার জন্য বললো কিন্তু এতো রাতে কোন কিছুই তো পাওয়া যাচ্ছিলো না, রুবেল ভাই কলেজ মোর গেল কিছু পেলো না তারপর দৌরে দক্ষিণ বাজার, উপজেলা রাত তো অনেক কোথাও কিছু নেই, তখন দক্ষিণ বাজারে কার বাসার সামনে একটা ভ্যান দেখতে পেল, সে অনেক খোজার চেষ্টা করলো কিন্তু ভ্যানের মালিক পেল না, কি করার সে নিজেই ভ্যান টিকে নিয়ে একা একা হাসপাতালে গেল,তারপর মেহেদীর বোনকে সেই ভ্যানে করে বাসায় দিয়ে আসলো,আমি একজন জনপ্রতিনিধির সন্তান, আমার জায়গা থেকে আপনার জন্য নিরভ্যাজাল শুভ কামনা থাকবে, আপনার জন্য অনেক দোয়া রইলো।
ইতিপূর্বেও তিনি এমন কল্যানকর কাজ করেছেন।এ বিষয়ে তার কাছ থেকে উপকৃত আরো কয়েকজন মন্তব্য করেন।
দিপু খন্দকার বলেন,সে একদিন আমারও এরকম একটা উপকার করেছিলো।
হিমাদ্রি নামের আর একজন বলেন যে,
কাউখালিতে স্মার্ট কার্ড আন্তে গেছিলাম। অখানে কয়কটা নতুন ছেলে পেলে আমাকে চিনবে কি করে। অরা আমাকে বলছিল ভাই আপনার কার্ডটা পরে উপজেলা থেকে নিয়ে যেতে। এদিকে আমার অফিসের জন্য অইদিন ঢাকায় ফেরা দরকারি ছিল। পরে এই রুবেল ভাইয়ার সহযোগিতার জন্যই আমার কার্ডটি উদ্ধার করতে পেরেছিলাম তখন। ধন্যবাদ রুবেল ভাইয়া।।
Comments
Post a Comment