প্রাণফোঁটায় রক্ত পাওয়া যায় না কিন্তু রক্তদাতা পাওয়া যায়। এটি BLOOD BANK নয় বরং BLOOD DONOR GROUP যার কাজ হাসপাতাল/ ক্লিনিকে অবস্থানরত মূমুর্ষূ রুগীদের নিরাপদ রক্তের প্রয়োজনে রোগী এবং রক্তদাতাদের পরিচয় করিয়ে দেওয়া।
পিরোজপুর একটি উন্নয়নশীল জেলা। অতীতে জরুরী রক্তের প্রয়োজনে রুগীদের বিভিন্ন জেলা/বিভাগে যেত হত। মফস্বল থেকে শুধুমাত্র রক্তের প্রয়োজনে শহরে যাওয়া কতটা কষ্টের সেটা আমরা নিজেদের চোখে দেখেছি এবং উপলব্ধি করেছি। চিন্তা করেছি কিভাবে অসহায়-গরীব রুগীদের সেবা করা যায়। অবশেষে আমরা ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ১৪ তারিখ মাত্র ৫ জন স্বেচ্ছাসেবক/রক্তদাতা মিলে ( Moshiour Shant,Naim Mahmud, Abir KKhan চেনা অপরিচিত এবং ম. শহিদুল্লাহ) 'প্রাণের পাশে সবসময়' শ্লোগান নিয়ে 'প্রাণফোঁটা' নামে একটি স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি
#৩টি_মূলনীতি_বা_3_NO
#NO_MONEY
#NO_FREEZING(long)
#NO_PARCEL)
এর ভিত্তিতে কাজ় করে যাচ্ছে।
কোন একক ব্যক্তির নামে বা পরিচালনায় সংগঠন পরিচালিত হবে না বিধায় আমরা সংগঠনটির আলাদা একটি নাম এবং সাংগঠনিক সকল কাজ পরিচালনার জন্য আলাদা যোগাযোগার নাম্বার ব্যবহার করা হয় (০১৭৯০২২৫৫৫৫) যেই নাম্বারের মাধ্যমে মূমুর্ষূ রোগীর সেবা প্রদানের জন্য একজন সমন্বয়ক ২৪ ঘন্টা কান পেতে রয়েছেন প্রাণফোঁটার বর্তমান বয়স ছয় বছর। ইতোমধ্যে সপ্তম বছরে পদার্পণ করেছে। প্রাণফোঁটায় স্বেচ্ছাসেবকের সংখ্যা প্রায় ৩০ জন এবং রক্তদাতা সংখ্যা প্রায় ৩৫০০ জনের মত। । গত ছয় বছরে আমরা পিরোজপুর শহর,পিরোজপুরের বিভিন্ন উপজেলা অন্যান্য জেলায় প্রায় ৫৫০০ ব্যাগ রক্তের ব্যবস্থা করেছি।পিরোজপুর ছাড়াও বাংলাদেশের অন্যান্য জেলা/উপজেলায় অন্য সমমনা সংগঠনের মাধ্যমে রুগীদের রক্ত পাইয়ে দেবার ব্যবস্থা করছি। একদম বিনামূল্যে। এমনকি কোন ধরনের সার্ভিস চার্জ ছাড়াই। এবং ভবিষ্যতেও আমাদের পরিকল্পনার কোনো পরিবর্তন হবে না। সবসময় আপনাদের পাশে পাবো সেই কামনাই করছি।
প্রাণফোঁটা পিরোজপুর, যেভাবে অসহায় মানুষের সাথীহয়ে কাজ করে যাচ্ছে। আমি দোয়া করি সংগঠনটি যেন হাজার বছর তাদের এই কার্যক্রম করে মানুষককে সাহায্য সহোযোগীতা করে যেতে পারে। শুভ কামনা প্রাণফোঁটার জন্যে।
ReplyDelete