পিরোজপুরের ইন্দুরকানীর কঁচা নদীর মোহনায় গড়ে উঠেছে পর্যটন স্থান। উপজেলার পাড়েরহাট ইউনিয়নের কঁচা নদীর মোহনায় ৫ একর জমিতে এর কাজ বাস্তবায়নের পথে। এতে পাড়েরহাট বন্দর, জমিদার বাড়ি, মৎস্য অবতরণ কেন্দ্র, শুঁটকি পল্লি, সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ তৈরি হবে।
এছাড়া এখান থেকে সামুদ্রিক মাছ ও শুঁটকি কেনাসহ তাজা ইলিশের স্বাদ গ্রহণের সুযোগ রয়েছে। এ নদীপথে যাতায়াত করে ব্রিটিশ আমলের প্যাডেল স্টিমার। এমনকি আন্তর্জাতিক নৌ-রুটের জাহাজও চলাচল করে এ নদীতে। এমন স্থানকে পর্যটকদের জন্য আরও সুন্দর করে সাজিয়ে তুলতে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন।
ইন্দুরকানী উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, ‘এ এলাকাকে আরও পর্যটনমুখী করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে স্থাপনা নির্মাণের কাজ চলছে। ম্যানগ্রোভ জাতীয় গাছ রোপণের কাজ শুরু হয়েছে। স্থাপনাগুলো সুপারি গাছ ও বিভিন্ন ধরনের কাঠের তৈরি। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে সম্ভাবনাময় এলাকাটিকে পর্যটনমুখী করে তোলা সম্ভব।’
Comments
Post a Comment