শহীদ বুদ্ধিজীবী ড. আবুল খায়ের:
পিরোজপুরের কাউখালী উপজেলার কাঠালিয়া গ্রামে এক সম্ভ্রন্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের রিডার ছিলেন। ১৯৭১ সালে ১৪ ই ডিসেম্বর পাকিস্থানের দোসর বদর বাহিনী তাঁকে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার হতে ধরে নিয়ে যায় এবং রায়ের বাজার বদ্ধভূমিতে নির্মম নির্যাতন অত্যাচার চালিয়ে হত্যা করে লাশ গুম করে। পরবর্তী ৪ জানুয়ারী তাঁর লাশ উদ্ধার হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে কবর দেওয়া হয়।
শহীদ বুদ্ধিজীবী মোঃ ইয়াকুব মিয়া :
তিনি কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রামের সম্ভ্রান্ত মিয়াবাড়ীতে জন্মগ্রহণ করেন। শের ই বাংলা এ কে ফজলুল হক গভর্নর থাকাকালীন তিনি তাঁর একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে তিনি আওয়ামীলীগের একজন বিশিষ্ট নেতাও ছিলেন। ১৫ ডিসেম্বর বদর বাহিনী তাঁকে ঢাকার ৪৪ নং তোপখানা রোডের বাসা হতে ধরে নিয়ে যায়। মোহাম্মদপুর সাত ঘম্বুজ মসজিদের নিকটস্থ কাটাসুরের ইটখোলায় নানা অত্যাচার নির্যাতনে নির্মম ভাবে তাঁকে হত্যা করা হয়। ১৯ ডিসেম্বর তাঁর লাশ পাওয়া গেলে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তথসুত্র: শেখ রফিকুল হক
এসিল্যান্ড কাউখালী, পিরোজপুর।
Comments
Post a Comment